বুধবার হলুদ ধাতুর দামে বিরাট বদল, জানুন আজকের গোল্ড রেট

Published on:

Published on:

Gold Price Big change on Wednesday know today's gold rate

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে (Gold Price)। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম কম ছিল। যার ফলে কাল হাঁফ ছেড়ে বেঁচেছিলেন সাধারণ মানুষ। তবে গত কাল থেকে সোনার দাম আবারও বেড়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। এক নজরে আজকে সোনার দাম দেখে নিন।

আজকে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সোনা (Gold) কতটা খাটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপরে। সবচেয়ে খাঁটি সোনা (Gold) হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের (Karat) সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট (Karat) সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এক নজরে আজকে সোনার দাম কত জানুন।

আজ অর্থাৎ বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬২০ টাকা (+৫০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬২০০টাকা (+৫০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০ টাকা (+১৫৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০০টাকা (+১৫৫০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৭০টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০৭০০টাকা (+৫৫০)।

Gold Price Big change on Wednesday know today's gold rate

আরও পড়ুন: বর্ষায় পেটের সমস্যায় নাজেহাল অবস্থা? এই ৩ চায়ে চুমুকে মিলবে উপশম…

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম (Silver Price) নিচে বলা হল। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৩৪০(+৬০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৩৪০০ (+৬০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩৩০ টাকা (+৬০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৩৩০০ টাকা (+৬০০)।

সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা (Gold) কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।