বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast Case) রাজ্য সরকারকে (State Govt) চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে (Calcutta High Court) হাইকোর্ট জানিয়ে দিল, আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট না পেশ করলে রাজ্যের মুখ্যসচিবকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
এগরা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট | Calcutta High Court
মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানির জন্য উঠলে রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। উল্লেখ্য, গত বছর ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার ১০৬ নম্বর বুথ এলাকায় অবস্থিত এক বাজি কারখানায় (Firecraker Factory) ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার জেরে প্রাণ হারান প্রায় ১২ জন। আহত হন আরও অনেকে।
বিস্ফোরণের ঘটনার পর তদন্ত শুরু করে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। তবে সেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। মামলাকারীদের অভিযোগ, এত দিন পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনে কোনও ধারাই সংযুক্ত করা হয়নি। এনআইএর (NIA)-র হাতে প্রাথমিক নথিও তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে।
NIA-র হাতে তদন্তভার তুলে দেওয়া হোক, এই দাবি তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এদিন রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে আবেদন জানানো হলেও তাতে সায় দেয়নি আদালত। তদন্তে গাফিলতি রয়েছে বলে মন্তব্য করে হাইকোর্ট।
আরও পড়ুন: টাকাই নেই! ‘বকেয়া DA দিতে হলে RBI থেকে টাকা ধার নিতে হবে রাজ্যকে’, আদালতে বললেন সিব্বল
এদিকে NIA-র আইনজীবীর আদালতে জানায়, যদি হাইকোর্ট বা কেন্দ্র তাদের তদন্তভার দেয়, তবে তাদের আপত্তি নেই। এরপরই আদালতের নির্দেশ, আগামী সাত দিনের মধ্যে রাজ্যের পক্ষ থেকে বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট পেশ না করা হলে, মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে। আগামী ১৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে।