বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে নিষ্পত্তি না হওয়ায় বুধে ফের ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আর শুনানির শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় (Dearness Allowance) প্রশ্নের মুখে রাজ্য সরকার। রীতিমতো তিরস্কার করা হল রাজ্যকে। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে বলে, আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার। টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় খাটাচ্ছে।
বুধে ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে | Dearness Allowance
গতকাল রাজ্যের আইনজীবীরা এই মামলায় সওয়াল করেন। এদিন সরকারি কর্মচারীদের আইনজীবী সওয়াল শুরু করেছেন। এদিনের সওয়ালের শুরুতেই ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ তোলা হয় সরকারি কর্মচারীদের তরফে।
সেই সময় বকেয়া ডিএ-র প্রসঙ্গ উঠতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বিচারপতি সঞ্জয় করোল বলেন, “পশ্চিমবঙ্গ সরকার আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে। টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে।” চলছে শুনানি।
বিস্তারিত আসছে…