‘রামমন্দির নিয়ে ধ্যাষ্টামি’ বলা নচিকেতাই এবার গান ধরবেন মন্দির উদ্বোধনের মুহূর্তে! ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা আধুনিক জীবনমুখী গানের স্রষ্টা নচিকেতা চক্রবর্তীকে কে না চেনে? রোমান্টিক হোক কিংবা বাস্তবধর্মী, জীবনমুখী গান বলতেই প্রথম যে নামটা আমাদের মাথায় আসে সেটা হল নচিকেতা। নীলাঞ্জনা, পৌলোমি থেকে বৃদ্ধাশ্রম, নচিকেতার গানে মুগ্ধ হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া ভার। তবে এই প্রথম কৃষ্ণ ভজন শোনা যাবে নচিকেতার গলায়।

এই খবর সামনে আসার পর বেশ কৌতুহল বেড়েছে ভক্ত ও তাঁর শ্রোতাদের মধ্যে। আগামীকাল অর্থাৎ ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। এই দিনে কৃষ্ণ ভজন শোনা যাবে নচিকেতার চক্রবর্তীর গলায়। নচিকেতার গলায় গীতিকার শ্রী গোবিন্দ প্রামাণিক এবং সুরকার রাজকুমার রায়ের সৃষ্ট কৃষ্ণ ভজন ‘কৃষ্ণ নাম বলবো’ গান শুনতে পাবেন শ্রোতারা।

আরোও পড়ুন : অযোধ্যার সাথে মিশে গেল বাংলাও! কলকাতায় হু হু করে বিকোচ্ছে বিপুল চাহিদার রাম মন্দির শাড়ি

যদিও শ্রোতারা এর আগে শিল্পীর গলায় শ্যামা সংগীত শুনেছেন। এছাড়াও রাজকুমার রায়ের গাওয়া  ‘চোখ মোছাবো নচির গানে’ নামক গানটিও এই দিন উদ্বোধন হবে। যদিও নচিকেতা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রাম মন্দির উদ্বোধনের সাথে তাঁর এই গানের কোনও সম্পর্ক নেই। একটি সংবাদমাধ্যমকে শিল্পী জানিয়েছেন, তিনি বরাবর কৃষ্ণ ভক্ত।

আরোও পড়ুন : আজও জীবিত রামের বংশধররা, ৫০০ বছরের ব্রত ভেঙে পাগড়ি পরলেন সূর্যবংশী ঠাকুরেরা

এটা শিল্পীর কাছে সৌভাগ্য যে তিনি কৃষ্ণের ভজন গাওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে নচিকেতা চক্রবর্তী যে ধরনের গানই গেয়েছেন তাই হয়েছে সুপার হিট। জীবনমুখী হোক কিংবা শ্যামা সংগীত, আবার কখনো রবীন্দ্র সংগীতের রিমেক, নচিকেতা চক্রবর্তীর গলায় সব গানই সোনা ফলায়। নব্বইয়ের দশক থেকে যে জয়যাত্রা শুরু হয়েছিল তা আজও অমলিন।

nachiketa

 

নীলাঞ্জনার সাথে প্রেমে পড়া থেকে শুরু করে পৌলমীর সাথে ব্যর্থ স্বামীর ডিভোর্স, চিকিৎসকের কষাই রূপ দেখা থেকে শুরু করে শেষ জীবনে বৃদ্ধাশ্রমের দিন, বাঙালির জীবনের প্রতিটা আবেগের সাথে যুক্ত নচিকেতার গান। ৮ থেকে ৮০ সবাই মুগ্ধ এই গায়কের প্রতি। এবার কৃষ্ণ ভজন শুনে শ্রোতারা কতটা মুগ্ধ হন সেটাই দেখার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর