বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup 2025) আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টটি আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিকে, এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে। এবার এই টুর্নামেন্টটি T20 ফরম্যাটে খেলা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই টুর্নামেন্টে ক্রিকেট অনুরাগীরা এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা গত ২১ বছর ধরে এশিয়া কাপে দেখা যায়নি। এদিকে, গত মরশুমের চ্যাম্পিয়ন দল, টিম ইন্ডিয়া এবার ফের শিরোপা জয়ের জন্য খেলবে।
গত ২১ বছরে এশিয়া কাপে (Asia Cup 2025) যা ঘটেনি, এবার সেটাই ঘটবে:
২১ বছর পর এশিয়া কাপে এমনটা ঘটবে: মূলত, এবার এশিয়া কাপে (Asia Cup 2025) ক্রিকেট অনুরাগীরা ২ জন কিংবদন্তি খেলোয়াড়কে মিস করবেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিরা এই টুর্নামেন্টে থাকবেন না। এই দুই খেলোয়াড়ই T20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। যার কারণে তাঁদের দলে নির্বাচিত করা হবে না। দীর্ঘ ২১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এশিয়া কাপে এই দুই খেলোয়াড়ের কাউকেই মাঠে দেখা যাবে না। শেষবার এশিয়া কাপটি এই দুই তারকাকে ছাড়া সম্পন্ন হয়েছিল ২০০৪ সালে। তখন তাঁদের কেউই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি।
তবে, তারপর থেকে এশিয়া কাপের প্রতিটি সংস্করণে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে অন্তত একজন খেলোয়াড় এই টুর্নামেন্ট খেলেছেন। উল্লেখ্য যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা গত দুই দশক ধরে ভারতীয় ক্রিকেটের দুই বৃহত্তম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছেন।
তাঁরা দুজনেই তাঁদের অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করে কেবল বিশ্বজুড়ে আলোড়নই সৃষ্টি করেননি, বরং, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১০ সালে, উভয় খেলোয়াড়ই একসঙ্গে দলকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন। এদিকে, রোহিত এবং বিরাট ২০১৬ সালের এশিয়া কাপ জয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্কবাণের আবহেই বড় খবর! গালওয়ান সংঘর্ষের পর প্রথম চিন সফর মোদীর, সামনে এল দিনক্ষণ
রোহিতের দুর্ধর্ষ রেকর্ড: রোহিত শর্মা তাঁর অধিনায়কত্বে ২০১৮ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে জয় এনে দিয়েছিলেন। ২০২৩ সালেও, রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জিতেছিল। বিরাট কোহলিও তখন দলের অংশ ছিলেন। কিন্তু এবার (Asia Cup 2025) ভারতীয় ভক্তরা এই দুই খেলোয়াড়কে মিস করবেন।