বাংলা হান্ট ডেস্ক : রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরে (Ram Mandir) রামলালার বিগ্রহে। হাজার আলোয় আলোকিত হয়ে উঠেছে রাম নগরী অযোধ্যার (Ayodhya) প্রতিটি প্রান্ত। আর তার আগে গোটা ভারত দেখল আরেক রামভক্তকে। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতীয় জাতীয় দলের উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান কেএস ভরত (KS Bharat)।
দিন কয়েক আগেই মাঠে ফিরেছেন কেএস ভরত। প্রত্যাবর্তনের সাথে সাথেই দুরন্ত শতরান। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের ‘এ’ টিম যে টেস্ট সিরিজ খেলছে তাতেই দেখা গেছে তার দৌর্দণ্ডপ্রতাপ মূর্তি। সিরিজের প্রথম ম্যাচে ৪৯০ রানের পাহাড় তাড়া করতে গিয়ে কার্যত হারের মুখেই দাঁড়িয়েছিল ভারত এ। এমন সময় দলের ভরসা হয়ে ওঠেন কেএস ভরত।
কঠিন সময়ে ব্যাট করতে নেমে ১৬৫ বলে ১১৬ রান করেন তিনি। আর তাতেই ম্যাচ ড্র হারের লজ্জা থেকে বেঁচে ফেরে ভারত ‘এ’। তবে জানেন কি এই ম্যাচের হিরো কেএস ভরত কী করলেন এইদিন? এইদিন সেঞ্চুরি হাঁকাতেই ভগবান রামের মত তিরধনুক ছোড়ার ভঙ্গি করে জয়ের সেলিব্রেশন করলেন ক্রিকেটার। মুহুর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন : রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, ভাষণ দেওয়া বাম নেতাকে ধুয়ে দিল জনতা! ভাইরাল ভিডিও
View this post on Instagram
এরপর ভিডিওটি তিনি নিজেও শেয়ার করেছেন। ক্যাপশনে হ্যাজট্যাগ দিয়েছেন ‘জয় শ্রী রাম’। সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন গোটা ভারতের মত তিনিও এই ঐতিহাসিক দিনটির অপেক্ষায় অপেক্ষারত। সেই সাথে তিনি মনে করিয়ে দিলেন বিরাট কোহলির কথা। ভারত-দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টের প্রথম দিন কেশব আত্মানন্দ মহারাজ মাঠে নামতেই বেজে ওঠে ‘রাম সিয়া রাম’ ভজন। গান শুরু হওয়া মাত্রই করজোড়ে নমস্কার করেন বিরাট কোহলি। তারপর তীর ছোঁড়ার ভঙ্গিতে শ্রদ্ধার্ঘ জানান ভগবান শ্রী রামের উদ্দেশ্যে।