ফের বৃষ্টির দাপট! টানা সতর্কতা জারি রাজ্যে, জানুন আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update 8August 2025

বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার বৃষ্টির জেরে একেবারে ভরাডুবি অবস্থায় দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে এই বৃষ্টি এখনই যাওয়ার নয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্তের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এরসঙ্গে থাকবে দমকা হাওয়া ও অস্বস্তিকর আর্দ্রতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে, বাংলাদেশ ও অসমের উপরে রয়েছে একজোড়া ঘূর্ণাবর্ত, যার অবস্থান ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩ থেকে ৬ কিমি উপরে। এই ঘূর্ণাবর্তগুলির মধ্যে একটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

গতকাল রাতের পর আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া সূত্রের।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

অন্যদিকে, উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্র থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

South Bengal Weather Update 8August 2025

আরও পড়ুনঃ এল পাল্টা জবাব! ‘ভুয়ো স্বজাত্যবোধ’ বনাম ‘বহিরাগত’ তর্কে জড়ালেন অভিষেক-তিওয়ারি, বাকযুদ্ধ চরমে

উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির মাঝে তাপমাত্রাও কিছুটা বাড়বে, আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি।