বাংলাহান্ট ডেস্ক : আর ইচ্ছা মতো স্কুলে অনুপস্থিত থাকা যাবে না। ইচ্ছে মতো স্কুলে যাওয়া আসায় এবার দাঁড়ি পড়তে চলেছে। পড়ুয়াদের উপস্থিতির হার নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা দিল সিবিএসই (CBSE)। পড়ুয়াদের জন্য এবার উপস্থিতির হার বেঁধে দিল বোর্ড। অন্যথায় পরীক্ষায় বসতে পারবে না ছাত্রছাত্রীরা।
উপস্থিতির হার নিয়ে কড়া হল সিবিএসই (CBSE)
জানা গিয়েছে সিবিএসইর (CBSE) দশম এবং দ্বাদশ দুই শ্রেণিতেই ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে বলেও জানা গিয়েছে। নির্দিষ্ট করে দেওয়া শতাংশ না থাকলে বা উপস্থিতির হারে ঘাটতি থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
কী বলা হয়েছে বোর্ডের বিজ্ঞপ্তিতে: সিবিএসই (CBSE) বোর্ড সূত্রে খবর, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বুধবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের উদ্দেশে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট হারের থেকে কম উপস্থিতির পরিমাণ থাকলে বসতে দেওয়া হবে না পরীক্ষায়।
আরও পড়ুন : উচ্চশুল্কের যোগ্য জবাব পেলেন ট্রাম্প! আমেরিকার সঙ্গে ৩১,৫০০ কোটির চুক্তি বাতিল ভারতের
ছুটি নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম: পাশাপাশি ছুটি নেওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে কিছু নিয়ম। বিজ্ঞপ্তিতে (CBSE) বলা হয়েছে, যদি কোনও কারণে ছুটি নিতে হয় তবে তার জন্য লিখিত ভাবে আবেদন করতে হবে। অন্যথায় সেই ছুটি গৃহীত হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
আরও পড়ুন : এল পাল্টা জবাব! ‘ভুয়ো স্বজাত্যবোধ’ বনাম ‘বহিরাগত’ তর্কে জড়ালেন অভিষেক-তিওয়ারি, বাকযুদ্ধ চরমে
কিন্তু উপস্থিতি নিয়ে হঠাৎ এত কড়াকড়ি কেন? বোর্ড (CBSE) সূত্রে খবর, পড়ুয়াদের উপস্থিতিতে জোর দেওয়ায় বেশ কিছু অনৈতিক কাজকর্ম এড়ানো যাবে। ৭৫ শতাংশ উপস্থিতির হার নির্দিষ্ট করে দেওয়ায় ভুয়ো ছাত্রছাত্রী যেমন চিহ্নিত করা যাবে তেমনই কিছু অনৈতিক কাজকর্মও বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।