বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের অনুমতি না নিয়ে কি কোনও বিশ্ববিদ্যালয় নিজের মতো করে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারে? এতদিন ধরে বলা হত ‘না, পারে না’। কিন্তু এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ, ‘এগজ়িকিউটিভ কাউন্সিল মিটিং’ (EC Meeting) করতে আর রাজ্যের অনুমতির দরকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলার ভিত্তিতে আদালত এই রায় দিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি কেন? প্রশ্ন হাই কোর্টের (Calcutta High Court)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। এই নিয়ে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে আদালত (Calcutta High Court) প্রশ্ন করে কেন ‘সিসিটিভি ক্যামেরা বসাতে কেন এত দেরি হচ্ছে?’ এই প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় জানায়, দু’বছর ধরে কোনও স্থায়ী উপাচার্য (VC) নেই। আর নিয়ম অনুযায়ী, শুধু ভিসিই রাজ্যের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ইসি বৈঠক’ ডেকে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এখন ভিসি না থাকায় কিছুই হচ্ছে না।
এই যুক্তির ভিত্তিতে হাইকোর্ট (Calcutta High Court) বলে, “প্রো-ভিসি (অস্থায়ী ভিসি) নিজেই বৈঠক ডাকবেন। রাজ্যের অনুমতির দরকার নেই। আর ক্যাম্পাসে সিসিটিভি বসানোর খরচ রাজ্য সরকারই দেবে।”
এই নির্দেশ পাওয়ার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ১১ অগস্ট ইসি বৈঠকের দিন ঠিক করেছে। সেখানে একমাত্র আলোচ্য বিষয় ‘ক্যামেরা বসানো’। যদিও উচ্চশিক্ষা দফতরও চিঠি দিয়ে বৈঠকের ‘অনুমতি’ দিয়েছে, তবে আদালতের নির্দেশের পর সেই চিঠির আর বিশেষ গুরুত্ব নেই বলেই মনে করছেন অনেক শিক্ষক।
প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিবাদের পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে টানাপোড়েন চলছে। রাজ্যপাল তাঁর মতো করে ভিসি নিয়োগ করছেন, আর রাজ্য সরকার অনেক বৈঠকেই আপত্তি জানাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে। রাজ্য বলছিল, ২০১৭ সালের আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া বৈঠক ডাকা বেআইনি। এবার আদালত সেই যুক্তিকে নাকচ করে দিল।
হাই কোর্টের (Calcutta High Court) এই রায়ের পরে শিক্ষকদের অনেকেই বলছেন এটা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পক্ষে একটা বড় জয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্থপ্রতিম রায়ের মতে, “আমরা আগেই বলেছিলাম, রাজ্য সরকারের এই হস্তক্ষেপ স্বশাসন ভঙ্গ করছে। এবার আদালতও তা বলল।” ভবিষ্যতে এই রায় অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও পথ দেখাবে বলে মনে করছেন অনেকে।