ধোপে টিকল না ওজর-আপত্তি, শনিবারের নবান্ন অভিযান নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এক বছর পূর্ণ হচ্ছে আরজিকরের নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনার। এক বছর পর আবারও অভয়ার জন্য বিচারের দাবি তুলে নবান্ন অভিযানে শামিল হতে চলেছেন তাঁর বাবা মা। সেই কর্মসূচি নিয়ে একাধিক আপত্তি উঠেছিল। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জোড়া জনস্বার্থ মামলা। কিন্তু শেষমেষ এই মামলায় বড় রায় দিল আদালত।

নবান্ন অভিযান নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)

সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। নবান্ন অভিযান হলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে, এমনই দাবি করে ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাওড়ার এক বাসিন্দা। সম্প্রতি এই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court) মন্তব্য করে, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ধর্না কর্মসূচি সাংবিধানিক অধিকার। তবে যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ অভিযান আটকাতে পদক্ষেপ করতে পারে।

Calcutta high court big comment on nabanna abhijan

কী বলল আদালত: একই সঙ্গে অভিযানকারীদের হাইকোর্ট (Calcutta High Court) পরামর্শ দিয়েছে, কোনও সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের কোনও রকম ক্ষতি না করেই পালন করতে হবে কর্মসূচি। উল্লেখ্য, নবান্ন অভিযান হলে অফিসের নিত্যযাত্রী থেকে স্কুলফেরত পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হবে বলে অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। তার আগেও সিঙ্গল বেঞ্চে আরও একটি মামলা দায়ের হয়েছিল। কিন্তু শেষমেষ কোনও আপত্তিই টিকল না। শান্তিপূর্ণ প্রতিবাদে সায় দিল হাইকোর্ট (Calcutta High Court)।

আরও পড়ুন : উচ্চশুল্কের যোগ্য জবাব পেলেন ট্রাম্প! আমেরিকার সঙ্গে ৩১,৫০০ কোটির চুক্তি বাতিল ভারতের

শনিবার হবে নবান্ন অভিযান: আগামী ৯ ই অগাস্ট আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে বড় কর্মসূচি হতে চলেছে শহরজুড়ে। প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ করেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। ওই অভিযানে দলীয় পতাকা ছাড়া যোগ দেবেন বিজেপির কর্মী সমর্থকরাও।

আরও পড়ুন : ইচ্ছা মতো স্কুলে ডুব মারার দিন শেষ, পড়ুয়াদের উপস্থিতির হার নির্দিষ্ট CBSE-র, অন্যথায় বসা যাবে না পরীক্ষায়

উল্লেখ্য, এদিনের অভিযানে রাজনৈতিক নেতারা থাকবেন বলে তাতে অংশ না নেওয়ার কথাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তবে ৮ ই অগাস্ট শহরজুড়ে আবারও রাত দখলের ডাক দিয়েছে তাঁরা।