টিকিটের হাহাকার, ৫ বছরে জেনারেল কোচে যাত্রী বাড়ল ৫৫২ কোটি! বড় সিদ্ধান্ত রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী স্বাচ্ছন্দ্যে প্রায়ই কোনও না কোনও নতুন পরিষেবা এনে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। বিশেষ করে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে গতি এবং নিশ্চয়তা আনতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে রেল। তবুও সংরক্ষিত টিকিট পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এদিকে অসংরক্ষিত শ্রেণিতে লক্ষণীয় ভাবে বাড়ছে যাত্রী সংখ্যা। এমতাবস্থায় জেনারেল কোচ তৈরির দিকেই বেশি জোর দেওয়া শুরু করেছে রেলমন্ত্রক (Indian Railways)।

রেলের (Indian Railways) জেনারেল কোচে যাত্রী সংখ্যা

রেল (Indian Railways) সূত্রে খবর, গত ৫ বছরে সমগ্র দেশের ট্রেনগুলিতে অসংরক্ষিত শ্রেণিতে যাত্রী সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবর্ষ জেনারেল (General Coach) এবং অসংরক্ষিত কোচে যাত্রী সংখ্যা ছিল ৯৯ কোটি। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটিতে! টিকিট বুকিংয়ের অনিশ্চয়তার কারণেই কি অসংরক্ষিত শ্রেণির দিকে বেশি ঝুঁকছে রেলযাত্রীরা (Indian Railways)?

Passengers increasing in general coach in Indian Railways

নতুন উদ্যোগ রেলের: বুধবার লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ দারোগাপ্রসাদ সরোজের প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৪-২৫ আর্থিক বছরে দূরপাল্লার এক্সপ্রেস এবং মেল ট্রেনে ১,২৫০ টি জেনারেল কোচের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগামী ৫ বছরে জেনারেল এবং স্লিপার কামরা মিলিয়ে আরও ১৭ হাজার নন এসি কোচের বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

আরও পড়ুন : ইচ্ছা মতো স্কুলে ডুব মারার দিন শেষ, পড়ুয়াদের উপস্থিতির হার নির্দিষ্ট CBSE-র, অন্যথায় বসা যাবে না পরীক্ষায়

কী জানালেন রেলমন্ত্রী: বর্তমানে রেলের (Indian Railways) মোট ৮২,২০০ টি কোচের মধ্যে ৫৭,২০০ টি কোচই জেনারেল এবং স্লিপার কোচ। অর্থাৎ ৭০ শতাংশ জেনারেল কোচ। তবে বর্তমানে জেনারেল এবং নন এসি কোচের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে একটি ২২ কোচের এক্সপ্রেস কিংবা মেল ট্রেনে মাত্র ৮ টি এসি কোচ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। বাকি ১২ টি কোচই জেনারেল এবং স্লিপার কামরা।

আরও পড়ুন : ধোপে টিকল না ওজর-আপত্তি, শনিবারের নবান্ন অভিযান নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

সম্প্রতি একটি আরটিআইয়ের জবাবে রেলমন্ত্রক জানায়, কনফার্ম না হওয়ার কারণে ২০২৩-২৪ আর্থিক বর্ষে মোট ২ কোটি ৯৬ লক্ষ টিকিট অটো ক্যান্সেল হয়েছে। কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৩২ লক্ষ। যদিও এই বিপুল পরিমাণে টিকিট বাতিলের কারণেই কি অসংরক্ষিত শ্রেণিতে ভিড় বাড়ছে? এর অবশ্য কোনও উত্তর দেয়নি রেলমন্ত্রক।