বর্ষায় মুঠো মুঠো চুল উঠছে? ঘরোয়া এই টোটকায় পাবেন নিমেষে মুক্তি, জানুন টিপস

Published on:

Published on:

Hair Care do you have hair Problem during the monsoon you will get instant relief with this home remedy know the tips

বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালে চুলের নানান ধরনের সমস্যা দেখা যায়। পাশাপাশি এই সময় প্রচুর পরিমাণে চুল ওঠে। এই চুল ওঠার থেকে বাঁচতে অনেকে হাজার হাজার টাকা এর পেছনে খরচ করে (Hair Care) । তবে সেইভাবে ফল পাওয়া যায় না। কিন্তু জানলে অবাক হবেন বাড়ির হেঁসলে থাকা একটি উপকরণ দিয়ে বর্ষায় চুল ওঠা থেকে আপনি উপশম পেতে পারেন।

বর্ষায় চুল ওঠা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন জোয়ান (Hair Care)

নিত্যদিনের ব্যবহার করা কেমিক্যাল প্রোডাক্ট এমনি চুলের (Hair) বারোটা বাজিয়েছে। তার ওপর এই বর্ষার সময় (Monsoon Season) চুলের অবস্থা আরও খারাপ হয়। এই সময় চুল রুক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়ার প্রবণতা আরও বেশি বেড়ে যায়। এই চুল পড়ার থেকে রেহাই পেতে আপনি হাজার হাজার টাকা খরচ করেন। কিন্তু তাতেও মেলেনা আসন্ন রুপ ফল। আপনি জানলে অবাক হবেন, বাড়িতে থাকা জোয়ান (Ajwain) দিয়েই আপনি এই চুল ওঠার হাত থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটি? যা নিচে বলা হল।

Hair Care do you have hair Problem during the monsoon you will get instant relief with this home remedy know the tips

আরও পড়ুন: পুজোর আগে স্লিম ও ফিট শরীর চান? ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই ‘জ্যুস’ টি

চুলের জন্য জোয়ান ব্যবহার করলে কি কি উপকার পাবেন?

বর্ষাকালে আদ্রতার (Monsoon Season) জন্য সকলেরই কমবেশি চুল উঠতে দেখা যায়। এর থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন জোয়ান। জোয়ানে (Ajwain) রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে। পাশাপাশি চুলের অকালপক্কতা রোধ করে।

বর্ষায় চুল ওঠার থেকে রক্ষা পেতে কিভাবে ব্যবহার করবেন জোয়ান?

১) এক কাপ নারকেল তেলের সঙ্গে দু চামচ জোয়ান (Ajwain) মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হয়ে গেলে সেই তেলটি মাথার স্ক্যাল্পে ব্যবহার করুন।

২) দু চামচ জোয়ান গুড়ো ও ১/২ কা টক দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এই মিশ্রণটি লাগিয়ে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এর ফলে চুল যেমন মসৃণ হবে পাশাপাশি চুল পড়ার থেকে রেহাই পাবেন আপনি।

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)