দিঘায় ইলিশ-পার্বণ, ঝাঁকে ঝাঁকে রূপোলি শষ্য উঠল জালে! অবিশ্বাস্য কম দামে বিকোচ্ছে ১ কেজির মাছ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এতদিন পর অবশেষে ইলিশের (Hilsa Fish) চাহিদা মিটতে চলেছে বলে দেখা গিয়েছে আশার আলো। বিভিন্ন বাধার জেরে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে না পারায় রূপোলি শষ্য কম উঠেছিল বাজারে। ফলত মাত্রা ছাড়া বেড়েছিল দাম। তবে আবহাওয়া ভালো হতেই ফের সমুদ্রে গিয়েছিল ট্রলারগুলি। আর তাতেই উঠেছে টন টন রূপোলি শষ্য।

দিঘায় উঠল প্রচুর পরিমাণে ইলিশ (Hilsa Fish)

দিঘার মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। অন্যান্য বছরের তুলনায় এবার শ্রাবণেই ভালো ইলিশের (Hilsa Fish) দেখা মিলেছে বলে খবর। মৎস্য ব্যবসায়ীরা জানান, শ্রাবণ মাসে এর আগে এত ভালো ইলিশ (Hilsa Fish) কবে উঠেছে তাদের মনে নেই। গত মঙ্গলবার দিঘা মোহনা মার্কেটের পাইকারি বাজারে প্রায় ৪৪-৪৫ টন ইলিশ উঠেছিল। এবার আরও বিপুল পরিমাণে মাছ ধরা পড়েছে বলে খবর। ফলত দামও কমার আশা রাখছেন মৎস্য ব্যবসায়ীরা।

Huge amount of hilsa fish caught in digha

কত দামে বিকোচ্ছে মাছ: মৎস্য ব্যবসায়ীদের সূত্রে খবর, এ বছর শ্রাবণেই ইলিশের (Hilsa Fish) জোগান ভালো থাকায় দাম তুলনামূলক ভাবে কমেছে। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বাজারে বিকোচ্ছে কেজি প্রতি ৬০০-৭০০ টাকায়। অন্যদিকে আরেকটু বেশি ওজনের অর্থাৎ ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকা কেজি দামে।

আরও পড়ুন : বিশ্বে এক নম্বর হওয়ার লক্ষ্যমাত্রা, এবার ৬ জি প্রযুক্তির ইন্টারনেট আনছে রিলায়েন্স জিও! কেমন খরচ পড়বে?

এত ইলিশ পাওয়ার কারণ কী: দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে প্রতি দিনই ইলিশের ভালো জোগান রয়েছে বলে খবর। অন্যান্য বছরের তুলনায় এ বছর শ্রাবণ মাসেই ভালো ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। সূত্রের খবর, বিগত কয়েক বছর শ্রাবণ মাসে তেমন ভালো ইলিশের দেখা মেলেনি। ইলিশ উঠত (Hilsa Fish) ভাদ্রে। তবে এবছর ব্যতিক্রম। শ্রাবণের শুরু থেকেই মাছ উঠছে এবার। আগামী কয়েকদিন জোগান আরও বাড়বে বলেই আশাবাদী মৎস্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন : অভিশপ্ত ৮ ই অগাস্টের বর্ষপূর্তি, ‘অভয়া’র ন্যায়বিচারের দাবিতে ফের ‘রাত দখল’ কলকাতায়

মৎস্যজীবীদের মতে, এ বছর শ্রাবণ মাসের বৃষ্টিভেজা আবহাওয়ার কারণেই ইলিশ (Hilsa Fish) এত বেশি উঠেছে। শ্রাবণের পর ভাদ্রেও একই রকম ইলিশের জোগান থাকবে বলে মনে করছেন তারা। আর তেমনটা হলে এবার মধ্যবিত্তের নাগালেই থাকবে রূপোলি শষ্যের দাম।