বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড়বৃষ্টি। আপাতত সেই ধারা অব্যাহত থাকবে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে। রাজ্যের একাধিক জেলায় এদিন অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।
শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। এর জেরেই বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: দিঘায় ইলিশ-পার্বণ, ঝাঁকে ঝাঁকে রূপোলি শষ্য উঠল জালে! অবিশ্বাস্য কম দামে বিকোচ্ছে ১ কেজির মাছ
শনিবার হালকা-মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পর পরিমাণ বেশি থাকবে। যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। আজ দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি নেই কোথাও।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উপরের দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।