বাংলা হান্ট ডেস্ক: গতকাল থেকে ফের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। একেই এবার রেকর্ড শীত (Winter), পড়েছে দক্ষিণে, তার ওপর বর্ষণের দাপট।
সকাল থেকে মেঘে ঢেকেছে আকাশ। কমেছে তাপমাত্রা। এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আজ সকালের দিকে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। বৃষ্টিতে (Rainfall) ভিজতে পারে তিলোত্তমাও। তবে আজ বেলার দিকে দুর্যোগের কালো মেঘ কেটে উঁকি দিতে পারে রোদ।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত। ওদিকে ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা ক্রমেই কলকাতার উপর আসছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৫ জানুয়ারি, প্রতিটি কাজে সফল হবে এই তিন রাশি
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা। ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত।