‘প্রমাণ দিন নয়তো ক্ষমা চান’, রাহুলের ‘ভুয়ো ভোটার’ দাবিতে পাল্টা কড়া ডোজ কমিশনের

Published on:

Published on:

EC tells Rahul Gandhi to Prove Vote Rigging or Apologize

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে ফের মুখোমুখি বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও নির্বাচন কমিশন (Election Commission)। কর্নাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানায় ‘ভুয়ো ভোটার’ যুক্ত করে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল (Rahul Gandhi)। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন কড়া জবাবে বলেন, ‘প্রমাণ দিন, নতুবা ক্ষমা চান’। রাজনৈতিক অঙ্গনে এই সংঘাত ঘিরে উত্তেজনা তুঙ্গে।

‘ভুয়া ভোটার দিয়ে ভোট চুরি হয়েছে’, অভিযোগ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেন, কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভায় এক লক্ষেরও বেশি ‘ভুয়ো ভোটার’ যোগ করে ভোট চুরি হয়েছে। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং হরিয়ানার ক্ষেত্রেও একই ধরনের ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি। দুপুরে অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে নির্বাচন কমিশন কড়া প্রতিক্রিয়া জানায়।

কমিশনের পক্ষ থেকে তিন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে রাহুলকে (Rahul Gandhi) স্পষ্ট বার্তা দেওয়া হয় যদি তাঁর কাছে ভুয়ো ভোটারের নাম ও প্রমাণপত্র থাকে, তবে তা কমিশনের হাতে তুলে দিতে হবে। শুধু মৌখিক অভিযোগ নয়, শপথপত্র (হলফনামা) দিয়ে তা প্রমাণ করতে হবে। নতুবা নিজের দাবি ভুল প্রমাণিত হয়েছে বলে মেনে নিয়ে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শুক্রবার এই বার্তার জবাবে রাহুল (Rahul Gandhi) বলেন, “আমি প্রকাশ্যে যা বলেছি, সেটাই আমার শপথ।” তাঁর এই বক্তব্যে কমিশনের অবস্থান বদলায়নি। শনিবার আবারও জানানো হয়, রাহুলকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে, হলফনামা নাকি ক্ষমা, একটি বেছে নিতে হবে।

উল্লেখ্য, রাহুলের (Rahul Gandhi) এই অভিযোগে কর্নাটকের পাশাপাশি মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটার তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কমিশন বারবার দাবি করেছে, এই অভিযোগের কোনও ভিত্তি নেই এবং তিন রাজ্যের ভোটার তালিকা যথাযথ নিয়ম মেনেই তৈরি হয়েছে।

EC tells Rahul Gandhi to Prove Vote Rigging or Apologize

আরও পড়ুনঃ নেই কোন অপরাধবোধ, বদলেছে মেজাজ, জেলে কি কি করেন অভয়ার খুনি সঞ্জয়?

এখন সবার নজর রাহুল গান্ধী (Rahul Gandhi) আসন্ন দিনে কী সিদ্ধান্ত নেন সেই দিকে। প্রমাণসহ হলফনামা দেবেন, নাকি ক্ষমা প্রার্থনা করবেন রাহুল গান্ধী তার ওপর নির্ভর করছে এই বিতর্কের ভবিষ্যৎ। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই ঘটনায় কংগ্রেস ও নির্বাচন কমিশনের সংঘাত রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।