বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আর তার আগেই ফের একবার ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) ফাটল স্পষ্ট। কংগ্রেস (Congress) ছাড়াই ‘একলা চলো’র পথে হাঁটার কথা বলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই পথে হাঁটতে চাইছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar) এবার গাইলেন উলটো সুর। জেডিইউ প্রধানের নিশানায় কংগ্রেসের পরিবারতন্ত্র।
ভোট যত নিকটে ততই অস্থির হয়ে উঠছে বিরোধী জোটের অভ্যন্তরীন কোন্দল। একে একে প্রায় সকলেই জোটের প্রধান শরিক দল কংগ্রেসের থেকে দূরত্ব বৃদ্ধির কথা ভাবছে। এমনকি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায় তো প্রধানমন্ত্রীর প্রশংসাও শোনা গেল এইদিন। তারপর থেকেই রাজনৈতিক কারবারিদের ধারণা, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বেশ অন্ধকার।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। যার প্রশংসা না করে পারছেননা নীতীশ। এইদিন কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুরকে সাথে নিয়েই মোদী বন্দনায় মত্ত হলেন তিনি।
আরও পড়ুন : উপচে পড়ছে দানপত্র, রামলালাকে উৎসর্গ করে এল কোটি কোটি টাকা! ভাইরাল হল ভিডিও
গত বুধবার পাটনার একটি সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘২০০৫ সালে ক্ষমতায় আসায় পর থেকেই আমি কেন্দ্রীয় সরকারের কাছে (ভারতরত্নের) আবেদন করে আসছি। শেষ পর্যন্ত বর্তমান সরকার সেই আবেদনে সাড়া দিল। এর জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন : পর্ণা-শিমূলের দিন শেষ? রাজকীয় কামব্যাক স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র, বড় বদল TRP তালিকায়
একই সাথে কংগ্রেসকেও নিশানা করেন তিনি। নাম না করেই কংগ্রেসের পরিবারতন্ত্রের সমালোচনা করেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, নীতীশের এই উড়ন্ত তীর কংগ্রেসের জন্য নয় বরং লালু প্রসাদ যাদবের উদ্দেশ্যে ছিল। উল্লেখ্য, এইদিন কর্পূরী ঠাকুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলাদ সভা ডেকেছিল লালু প্রসাদ যাদবের দল আরজেডিও।