২২ অগস্টের ডেডলাইন! শিক্ষক নিয়োগ মামলায় SSC-কে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ প্রাথমিকের মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের। আপার প্রাইমারিতে (Upper Primary) শিক্ষক নিয়োগে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২২ অগস্টের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় কড়া নির্দেশ | Calcutta High Court

এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার উঠলে, বর্তমানে শূন্যপদের সঠিক সংখ্যা এবং ওয়েটিং লিস্টে থাকা ১,২৪১ জন প্রার্থীর নিয়োগের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ হাইকোর্টের।

একইসাথে হাইকোর্টের নির্দেশ, ওই নথির কপি মামলাকারীর আইনজীবীকেও দিতে হবে। এদিন কমিশনের আইনজীবী জানান, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরে ৮ দফায় কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। নিয়োগের সুপারিশ–প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে আদালতে জানায় এসএসসি।

আইনজীবীর দাবি, মেধাতালিকার ভিত্তিতে বহু প্রার্থীই নিয়োগপত্র পেয়েছেন ইতিমধ্যেই। ১,২৪১ জন প্রার্থী ওয়েটিংয়ে রয়েছেন। বর্তমানে মোট ৫,৪০১টি শূন্যপদ রয়েছে তবে বিষয়, মাধ্যম এবং লিঙ্গ ভিত্তিক মিল না–থাকায় বাকি প্রার্থীদের নিয়োগ করা যায়নি।

কমিশন জানায়, ইতিমধ্যেই শূন্যপদ রূপান্তরের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্ট জানায়, বিবাদমান অচলাবস্থা কাটাতে এবং বিরোধের নিষ্পত্তি করতে রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব ও স্কুলশিক্ষা কমিশনারকে পার্টি করা হয়েছে সেই কারণে।

Calcutta High Court

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি ছাপিয়ে আরও বড় জালিয়াতি, ‘প্রাইভেট থানা’ খুলে কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা

আদালতের পর্যবেক্ষণ, কমিশন এবং রাজ্য দু’পক্ষকে সমন্বয় রক্ষা করে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, SSC-র নিয়ম–বিধি মেনে ২৫ সেপ্টেম্বর প্যানেলের মেয়াদ শেষ হবে।