বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা জিও (Jio)। এবার এই টেলিকম কোম্পানি তার গ্ৰাহকদের জন্য নিয়ে আসলো নয়া অফার। এই অফারে ঘুম উড়েছে এয়ারটেল ও ভোডাফোনের। সূত্রের খবর গ্ৰাহকদের কথা মাথায় রেখে এই নতুন লোভনীয় প্ল্যান বাজারে আনলো জিও। ঠিক কী কী থাকছে এই প্লানে জেনে নেওয়া যাক।
গ্ৰাহকদের জন্য সুখবর, ২৮ দিনের রিচার্জ প্লানে বড় ধামাকা আনল জিও (Jio)
আপনি কি একজন জিও ব্যবহারকারী গ্ৰাহক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার ২০০ টাকার কম দামে একটি দুর্দান্ত প্ল্যান আনল জিও (Jio)। এই প্ল্যানে আপনি ২৮ দিনের মেয়াদ সহ পাচ্ছেন আনলিমিটেড কল বেটার মতন সুবিধা। এছাড়াও এতে পাবেন বিনামূল্যে ৩০০ টি এসএমএস করার সুবিধে।
এর পাশাপাশি অন্যান্য প্ল্যান এর মতনই এই প্ল্যানে আপনি জিও টিভি ও জিও ওআই ক্লাউড অ্যাপের সুবিধা পাবেন। নতুন রিচার্জ প্ল্যানের ব্যাপারে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল কম খরচে যাতে গ্রাহকেরা সারা মাস চালাতে পারেন। জিওর ১৮৯ টাকার প্ল্যানে আর কি কি পাবেন যা জেনে নিন।
আরও পড়ুন: একঘেয়ে ইলিশ খেয়ে মুখে চর ধরেছে? দুই বাংলার রুপোলী শস্যের রেসিপি পারফেক্ট মেলবন্ধন কলকাতায়
রিলায়েন্স জিও নতুন লঞ্চ করেছে ১৮৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এই ডেটা এককালীন দেওয়া হবে। পাশাপাশি জিওটিভি এবং জিওএআইক্লাউডের সুবিধা পাবেন আপনি। আর এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। যদি আপনার ২ জিবি ডেটা শেষ হয়ে যায়। তাহলেও ক্ষতি নেই ।আপনি কমে ৬৪ কেবিপি স্প্রিডে ডেটা পাবেন আপনি।
প্রসঙ্গত, জিওর নতুন এই অফারে ঘুম উঠেছে বাকি সব টেলিকম সংস্থার। এই নতুন প্ল্যান বিশেষভাবে তাঁদের জন্য উপযুক্ত, যাঁরা নিয়মিত ইন্টারনেট ফোনে কথা বলেন।