১ লাখেরও কম দামে চোখ ধাঁধানো ফিচার্স, ৫৫ কিমি পর্যন্ত উঠবে গতি, এটাই দেশের সবথেকে সস্তা ই-স্কুটার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যুগ বদলানোর সঙ্গে সঙ্গে একাধিক বিষয়ে আসছে পরিবর্তন। বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে পেট্রোল বা ডিজেল থেকে সরে এসে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক পরিবহনের (Electric Scooter) প্রতি বেশি আকর্ষিত হচ্ছে বর্তমান প্রজন্ম। দূষণ বিহীন ই যানবাহনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এবার বাজার কাঁপাতে হাজির নতুন বৈদ্যুতিক স্কুটার (Electric Scooter)। জিলো ইলেকট্রিক সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এটিই দেশের সবথেকে সস্তা বৈদ্যুতিক স্কুটার।

বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)

ভারতীয় স্টার্টআপ সংস্থা জিলো ইলেকট্রিক সম্প্রতি লঞ্চ করেছে তাদের এই নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। এর নাম দেওয়া হয়েছে নাইট প্লাস। নামমাত্র দামে উচ্চমানের প্রযুক্তি দেওয়ার গ্যারান্টি দিচ্ছে এই সংস্থা। কী কী ফিচার্স পাওয়া যাবে এই স্কুটারে?

This is the cheapest electric scooter in indian market

কী কী ফিচার্স থাকবে: দামি স্কুটারের (Electric Scooter) মতো এতেও থাকছে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড কন্ট্রোল, ইউএসবি চার্জিং, ফলো মি হোম হেডল্যাম্প এর মতো সুবিধা। ১.৮ কিলোওয়াট আওয়ারের একটি পোর্টেবল এলএফপি ব্যাটারি ব্যবহার করা হয় এই স্কুটারে। সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, একবার পুরো চার্জে ১০০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে এই ই স্কুটার (Electric Scooter)। ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত গতিও তুলতে পারবে স্কুটারটি।

আরও পড়ুন : ‘কুণাল ঘোষের আগেও কৌস্তভ বাগচীকে চিনতাম’, তৃণমূল নেতার দাবি নস্যাৎ করে সপাট উত্তর অভয়ার বাবার

কত দাম রয়েছে: তবে এই বৈদ্যুতিন স্কুটারের (Electric Scooter) সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর দাম। ১ লক্ষেরও কম দামে উপলব্ধ রয়েছে এই ই স্কুটার। এক্স শোরুম প্রাইস পড়বে ৫৯ হাজার ৯৯০ টাকা। জিলো ইলেকট্রিকের দাবি, বর্তমানে ভারতীয় বাজারে এটিই সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের বাজারে দাম অন্তত ৪০০ টাকা কম! বাংলাদেশে হাহাকার ইলিশ নিয়ে

দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে এখন অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দিকে। যারা বাজেটের মধ্যে ভালো স্কুটার নিতে চান তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো বিকল্প হতে পারে। ইতিমধ্যেই প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে স্কুটারের। আগামী ২০ শে অগাস্ট থেকে শুরু হবে ডেলিভারি।