বাংলা হান্ট ডেস্কঃ বারাসতের রাজনৈতিক মঞ্চে দেখা গেল এক বিরল ছবি। শাসক দলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) খোলাখুলি প্রশংসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবারের এই ঘটনায় সোমবারও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
‘ও আমাকে খুব ভালোবাসে’, বললেন চিরঞ্জিত (Chiranjit Chakraborty)
এদিন কর্মসূচিতে অভিনেতা তথা এমএলএ চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) বলেন, শুভেন্দুর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো, ও আমাকে খুব ভালবাসে। শুভেন্দু আমি যে পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ, সেটা শুভেন্দুই আমাকে বলেছে।”
অতীতে ‘কন্যা সুরক্ষা যাত্রা’য় শুভেন্দুর কটাক্ষ সত্ত্বেও এবার আক্রমণের বদলে প্রশংসা করলেন চিরঞ্জিত (Chiranjit Chakraborty)। তাঁর দাবি, তিনি সবার সঙ্গেই হাসিমুখে মিশে চলেন, আর শুভেন্দুর মন্তব্য কেবল তাঁর ইমেজের স্বীকৃতি কিনা, তা তিনি বলতে পারবেন না।
চিরঞ্জিত জানান, তিনি নিয়মিত বারাসতে আসেন। বছরে প্রায় ৯৬ দিন। তবে স্বীকার করেছেন, আগের মতো ভিড় আর হয় না, জনপ্রিয়তাও কিছুটা কমেছে। ২০২৬ সালের ভোটে তিনি প্রার্থী হবেন কি না, তা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যদি লড়ার নির্দেশ দেন, তিনি লড়বেন, আর না হলে সরে দাঁড়াবেন।
আরও পড়ুনঃ ব্যারিকেডের মাথায় মহুয়া, মাটিতে বসে প্রিয়ঙ্কা, বিরোধীদের বিক্ষোভে কাঁপল দিল্লির রাজপথ
উল্লেখ্য, বারাসত থেকে আসন্ন ভোটে একাধিক দাবিদারের নাম শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্রও। এই প্রসঙ্গে চিরঞ্জিত (Chiranjit Chakraborty) বলেন, “শুধু ও কেন, আমি না দাঁড়ালে ৪০ জন প্রার্থীর নামও উঠতে পারে, সময় এলে সব স্পষ্ট হবে।”