বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠাপড়া করে (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পেলে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। অপরদিকে সোনার দাম বৃদ্ধি পেলে চিন্তার ভাঁজ কপালে পড়ে মধ্যবিত্তের। মাঝখানে কিছুদিন সোনার দাম বৃদ্ধি পেলেও। কিছুদিন ধরে সোনার দামে পতন দেখা দিচ্ছে। আজ এক নজরে দেখে নিন বাজারে হলুদ ধাতুর দাম কত যাচ্ছে?
আজ বাজারে সোনার দাম কত? (Gold Price)
সোনা (Gold) কতটা খাটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপরে। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট (Karat) সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এক নজরে আজকে সোনার দাম কত জানুন।
বর্তমানে চলছে বিয়ে ও উৎসবের মরশুম। এর মাঝে সোনার দাম (Gold Price) কিছুটা কমেছে। মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৮০টাকা (-১১০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৮০০টাকা (-১১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৮০ টাকা (-১১৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৮০০টাকা (-১১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৩০টাকা (-১১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০৩০০টাকা (-১১৫০)।
আরও পড়ুন: এইভাবে ঢেঁড়স রান্না করলে চেটেপুটে খাবে সকলে, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৪৩৫(-১১০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪৩৫০ (-১১০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪২৫ টাকা (-১১০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪২৫০ টাকা (-১১০০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। এছাড়াও, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।