বাংলা হান্ট ডেস্ক : রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের পর থেকেই মানুষের ঢল নেমেছে অযোধ্যার রাস্তায়। ভক্তদের ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ প্রশাসন। মধ্যরাত থেকেই মানুষজন লাইন দিয়ে আছে মন্দিরের সামনে। একই সাথে গাড়ির ভিড়ও বাড়ছে অযোধ্যা নগরীতে। এককথায়, ভিড় নিয়ন্ত্রণ করতে নাজেহাল উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ।
পর্যটক ও পূণ্যার্থীর সংখ্যা দিনদিন আরও বাড়বে বলেই ধারণা মন্দির কর্তৃপক্ষের। তাই এবার ভিড় নিয়ন্ত্রণের জন্য আগেভাগে পদক্ষেপ নিতে চলেছে সরকার। কোনও ঝুঁকি না নিয়ে প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর, অযোধ্যাকে সামনে রেখে ৬৮ কিলোমিটার বাইপাস তৈরি করা হবে বলে খবর। ৪ থেকে ৬ লেনের এই হাইওয়ে চলে যাবে লখনউ, বাস্তি, গোন্ডা জেলার ওপর দিয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রামলালার প্রানপ্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। পুজো সম্পন্ন হওয়ার পরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তারপর থেকেই গোটা মন্দির চত্বরে গিজগিজ করছে রাম ভক্তরা। প্রথম দিন তো কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও সামনে আসে। যে কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রামলালার দর্শন।
আরও পড়ুন : চুপিসারে বিয়ের পিঁড়িতে বাম আইনজীবী সায়ন ব্যানার্জি, পাত্রী কে চেনেন? ফাঁস হল আমন্ত্রণপত্র
তাই এবার ভিড় সামাল দিতে নয়া প্রকল্পের ঘোষণা কেন্দ্রের। সূত্রের খবর, মোট দুই ভাগে হবে প্রকল্পের কাজ। উত্তর অযোধ্যা ও দক্ষিণ অযোধ্যায় ভাগ করে করা হবে কাজ। মন্দির উদ্বোধনের পর থেকেই যেভাবে ট্রাফিকে চাপ বাড়ছে তাতে আগামী দিনে অযোধ্যায় গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা প্রশাসনের। সূত্রের খবর, এই মুহূর্তে দৈনিক প্রায় ৮৯ হাজার ২৩ টি গাড়ি যাতায়াত করছে অযোধ্যায়।
আরও পড়ুন : উত্তরাখণ্ডের মাদ্রাসার সিলেবাসে বড় বদল, ‘ঔরঙ্গজেব নয়, রামকেই চিনুক পড়ুয়ারা’, বলছে ওয়াকফ বোর্ড
আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা প্রশাসনের। গাড়ির ঢেউ সামলাতেই তৈরি হবে এই হাইওয়ে রাস্তা। পিপিপি মডেলে তৈরি হবে ৪ বা ৬ লেনের পথ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রাস্তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। যেহেতু খরচ প্রায় ১০০০ কোটি টাকার বেশি তাই কেন্দ্রের থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল।