বঙ্গে পুজোর উপহার! একসঙ্গে ৩ টি রুটের মেট্রো রুটের পরিষেবা উদ্বোধন, থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী

Published on:

Published on:

Kolkata Metro services of 3 routes inaugurated simultaneously Prime Minister himself may be present

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বঙ্গে খুশির খবর। এবার একসঙ্গে তিনটি মেট্রো পরিষেবা (Kolkata Metro) চালু হবে। আগামী ২২ শে অগস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রবি বেলেঘাটা অংশ। এর পাশাপাশি এই দিন উদ্বোধন হতে পারে নোয়াপাড়া-বিমানবন্দরের মধ্যে মেট্রো পরিষেবা। এই পরিষেবার উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

একসঙ্গে ৩টি মেট্রো পরিষেবা উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী (Kolkata Metro)

এবার অপেক্ষার অবসান। পুজোর আগে চালু হতে চলেছে মেট্রোরেল চালু হতে পারে নিউ গড়িয়া-বিমান বন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশ। একই সঙ্গে ওই দিনে নোয়াপাড়া বিমানবন্দরের মধ্যেও মেট্রো পরিষেবা শুরু হতে পারে। সূত্রের খবর, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শহরে এলে এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন তিনি।

রেলবোর্ড সূত্রের খবর, শিয়ালদহ অথবা এক্সপ্ল্যানেড কোথা থেকে এই উদ্বোধন অনুষ্ঠান হবে সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অপরদিকে মঙ্গলবার শহরে উপস্থিত হয়েছেন রেলবোর্ড এর চেয়ারম্যান। তিনি এই প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি মেট্রোয় চড়ে যান হাওড়া- শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর, এক্সপ্ল্যানেড-নোয়াপাড়া পর্যন্ত।

Kolkata Metro services of 3 routes inaugurated simultaneously Prime Minister himself may be present

আরও পড়ুন: এক নিমেষে গায়েব হবে সব ক্লান্তি! প্রতিদিন পান করুন এই তিনটি পানীয়, পুষ্টিবিদদের টিপস

চেয়ারম্যান এই প্রস্তুতি দেখে খুশি। তিনি সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে রেলমন্ত্রককে জানাবেন। তারপর পিএমও (PMO) অফিস থেকে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। নিউ গড়িয়া থেকে রুবির স্টেশন এর মধ্যে মোট পাঁচটি স্পেশাল রয়েছে। তবে মেট্রো (Metro) তরফ থেকে এই উদ্বোধনের বিষয়ে নির্দিষ্টই করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২৬ চালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে প্রতিটি দল। পাশাপাশি গত দুমাসে বঙ্গে দুবার সফর করেছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী আসার আগে গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের ঠিক এক মাসের মধ্যেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।