বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন রোগে ভোগার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বেশ কিছু বছর আগে তার ক্যান্সার ধরা পড়েছিল। পাশাপাশি বুকে পেসমেকার বসানো ছিল। এছাড়াও কিডনির সমস্যা ছিল অভিনেত্রীর। বর্ষীয়ান অভিনেত্রী মৃত্যুতে শোক প্রকাশ করেছে টলিউডের সকল তারকা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত।
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)
দীর্ঘদিন ধরে শারীরিক নানান সমস্যার মধ্যে দিয়ে গেছেন অভিনেত্রী। শারীরিক সমস্যাকে পাত্তা না দিয়েও কাজ করেছেন শুটিং ফ্লোরে। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝেই জীবন চলছিল তার। সূত্রের খবর, মাঝখানে কিছুদিন ভীষণ অসুস্থ ছিলেন। ভেঙেছিল পাঁজরের হাড়। পাশাপাশি রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তখন বেশ কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী।
এছাড়াও,দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী বাসন্তী দেবী। এছাড়াও তাঁর কোলেস্টরেল, কিডনি ও হার্টের সমস্যা ছিল। প্রায় ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনকি অভিনেত্রীকে হাসপাতালের আইসিইউতেও রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আই সি ইউ তে রাখা হয়। তবে রক্ষা হল না আর। ৮৮ বছর বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
আরও পড়ুন: সোনায় সোহাগা! ফের কমল সোনার দাম, দেখে নিন আজকের রেট
মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। জানা যায়, প্রায় ৫ দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল থিয়েটার দিয়ে। এমনকি তিনি সুচিত্রা সেন, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন।
পাশাপাশি তিনি সিনেমা,মঞ্চ, টেলিভিশনে অতি পরিচিত মুখ ছিলেন। প্রয়াত অভিনেত্রী ১০০টির বেশি ছবিতে অভিনয় করেন। ঠগিনী, মঞ্জরী অপেরা, আলো, কেঁচো খুঁড়তে কেউটের মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয়। এছাড়াও একাধিক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। শেষে গীতা এলএলবি’তে অভিনয় করার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।