আলুর দামেও কারসাজি! মমতার সরকারের বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার আন্দোলনে নামলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Launches Protest Over Potato Farmers' Plight in West Bengal

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলু চাষিদের বঞ্চনা, কোল্ড স্টোরেজে আলু মজুত করে দাম বাড়ানোর অভিযোগ এবং কৃষকদের ন্যায্য মূল্য না দেওয়ার প্রসঙ্গ তুলে বুধবার বড় আন্দোলনের সূচনা করলেন তিনি। এদিন কল্যানীতে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি বিধায়ক এবং নেতারাও উপস্থিত ছিলেন।

‘আমাদের লক্ষ্য অর্জুনের মতো স্পষ্ট থাকতে হবে’, বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, অধিকাংশ চাষিকে রাজ্য সরকার বঞ্চিত করছে। কালীপুজো পেরিয়ে গেলেও প্রতিশ্রুত ১২০০ টাকা এখনো মেলেনি, মুখ্যমন্ত্রীর দেখা নেই। তিনি বলেন, “একজোট হয়ে এদের তাড়াতে হবে। কৃষকরা সার্কুলার নিয়ে কোর্টে গিয়েছেন। আমাদের লক্ষ্য অর্জুনের মতো স্পষ্ট থাকতে হবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা বাংলায় আসবেন এবং সংকল্পপত্রে নারী সুরক্ষা, কৃষকদের দাবি-দাওয়া, সবকিছুই গুরুত্ব পাবে। উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, “উত্তরপ্রদেশে যোগীজি পেট্রোল-ডিজেলে কৃষকদের জন্য ভর্তুকি চালু করেছেন। কিন্তু বাংলায় ‘চোর মমতা’ বিদ্যুৎ বিল দিয়ে কৃষকদের গলা কেটে নিচ্ছেন।” এদিন অবস্থান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, “আজকের এই কর্মসূচিই আন্দোলনের উদ্বোধন। আমাকে কালো পতাকা দেখানো হয়েছে, যত বাধা দেবে, তত লড়াই করব, তত আসব।” এদিন শুভেন্দু অভিযোগ করেন, এই লড়াই রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।

কল্যানী এইমসে যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, “পূরবী বর্মন লাঠির আঘাতে আহত হয়েছেন। আমরা তাকে উদ্ধার করে বিশেষ অ্যাম্বুল্যান্সে পাঠিয়েছি, শিশুটিকে বাঁচানোর চেষ্টা চলছে।”

আলু চাষিদের দুর্দশা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এখানকার প্রধান ফসল আলু। রাজ্য সরকার কোল্ড স্টোরেজে নিয়ে বাজারে দাম বাড়াচ্ছে, বাইরের রাজ্যে বেশি দামে বিক্রি করছে, অথচ চাষিরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।” সিঙ্গুর প্রসঙ্গ টেনে তিনি মুখ্যমন্ত্রীর কৃষি-জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ফেব্রুয়ারি ২০২৫-এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৫ টাকা কেজি দরে ২ কোটি ২০ লক্ষ বস্তা আলু কেনা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। “আপনি যত আলু করবেন, বাইরের রাজ্যে কিনবে না”, এই অভিযোগও তোলেন তিনি।

Suvendu Adhikari Launches Protest Over Potato Farmers' Plight in West Bengal

আরও পড়ুনঃ মাধ্যমিক নম্বরে কারচুপি? দিশানী অভিযোগ করতেই তদন্তে কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, আন্দোলনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বার্তা স্পষ্ট যে, আলু চাষিদের ন্যায্য মূল্য এবং কৃষি নীতিতে পরিবর্তন আনার জন্য বড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তাঁর বক্তব্যে কৃষকদের দাবি, নারী সুরক্ষা, এবং অনুপ্রবেশ রোধ, সবই একসঙ্গে উঠে এল। এই অবস্থান-বিক্ষোভ ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।