বাংলা হান্ট ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খুব জমকালোভাবে খেলা হচ্ছে। এমতাবস্থায়, উত্তরপ্রদেশ ও মুম্বাইয়ের মধ্যে চলা ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন উত্তরপ্রদেশের অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। পুরো মাঠজুড়েই দাপটের সাথে খেলেন তিনি। তাঁর কারণেই উত্তরপ্রদেশের দল বড় স্কোর করতে পারে। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ ৩২৪ রান করে। যেখানে মুম্বাই দল প্রথম ইনিংসে করেছিল ১৯৮ রান।
গত বছরই বদল করেন দল: উল্লেখ্য যে, ওই ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক নীতীশ রানা। তিনি ১২০ বলে ১০৬ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার ও ৫ টি ছক্কায়। এদিকে, এটি ছিল নীতীশের ফার্স্ট ক্লাস কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি। তবে, দীর্ঘদিন পর প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে সেঞ্চুরি করলেন তিনি। জানিয়ে রাখি যে, লিস্ট “A” ক্রিকেটে অভিষেকের পর থেকেই দিল্লি দলের সঙ্গে যুক্ত ছিলেন নীতীশ। কিন্তু মতপার্থক্যের পরে, তিনি গত বছর দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং তারপরে তিনি উত্তরপ্রদেশ দলে অধিনায়ক হিসেবে যোগ দেন।
কি জানালেন নীতীশ: এই প্রসঙ্গে নীতীশ ওয়াংখেড়ে স্টেডিয়ামে জানান যে, “কোভিডের সময়, যখন IPL দু’টি পর্বে হয়েছিল, তখন আমি লাল বলের ক্রিকেটে কিছুটা মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তাই সেটি আমাকে একটু পেছনে ফেলেছিল। এই বছর আমি লাল বল নিয়ে খুব পরিশ্রম করেছি। কারণ আমি আর কাউকে নয়, বরং নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমি একজন লাল বলের ভালো খেলোয়াড় হতে পারি।”
আরও পড়ুন: ১০ মিনিটের মধ্যে বসতে হবে সিটে! নাহলেই টিকিট ক্যানসেল, ট্রেন সফরে নয়া নিয়ম রেলের
জানিয়ে রাখি যে, মুম্বাইয়ের বিপক্ষে যখন নীতীশ রানা ব্যাট করতে আসেন, তখন উত্তরপ্রদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৩৬ রান। তারপরে ৫ উইকেট হারিয়ে স্কোর পৌঁছয় ১৫২ রানে। এরপর খুব সাবধানে ব্যাট করেন নীতীশ। স্পিনারদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করেছেন তিনি। নীতীশ রানা জানান, “আমি তিন বছর এই উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছি। সেঞ্চুরি সবসময় আপনাকে তৃপ্তি দেয়।”
আরও পড়ুন: এবার ঋণের জালে আরও জড়াবে “কাঙাল” পাকিস্তান, চিনের কাছে ফের ভিক্ষা চাইছে পড়শি দেশ
IPL-এ রিঙ্কু সিংয়ের সঙ্গে ম্যাচ খেলেন: উল্লেখ্য যে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬ ম্যাচে ২,৫৮৭ রান করেছেন নীতিশ রানা। এছাড়া লিস্ট “A” ক্রিকেটে ৭৬ ম্যাচে তিনি করেন ২,২৬৪ রান। বর্তমানে তিনি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। এই দলের হয়ে খেলেন রিঙ্কু সিং-ও। নীতীশ ও রিঙ্কুর মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।