বাংলা হান্ট ডেস্কঃ ২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এই কেন্দ্রের ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, ভুয়ো ভোটার দিয়েই তৃণমূল এখানে জয় নিশ্চিত করেছে।
বিজেপিকে সুবিধা দিতেই চালু হয়েছে SIR, অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)
বিহারে সম্প্রতি নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলাকালীন খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। বিরোধীদের দাবি, বিজেপিকে সুবিধা দিতেই এই নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও একই প্রক্রিয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অভিষেক (Abhishek Banerjee) আগেই সতর্ক করেছিলেন যে, “SIR-র নামে একজন ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ বাঙালিকে নিয়ে কমিশনের দফতর ঘেরাও করব।”
পদত্যাগ করতে প্রস্তুত, বললেন অভিষেক (Abhishek Banerjee)
গতকাল অনুরাগ অভিযোগ করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ভোটার বৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, “সব বুথে তৃণমূল জিতেছে, তাহলে কি ভুয়ো ভোটার দিয়েই জয়লাভ করেছেন?” এর জবাবে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “প্রয়োজনে আমি আগামিকালই পদত্যাগ করতে প্রস্তুত।” তিনি দাবি করেন, যদি তিনি পদত্যাগ করেন তবে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। একইসঙ্গে ইন্ডিয়া জোটের সকল সাংসদকে অনুরোধ করেন, বিজেপির অভিযোগের জবাবে তারাও যেন পদত্যাগের প্রস্তুতির কথা ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ‘মানুষটা ভদ্র, কিন্তু…’ কমিশনের চাপে মুখ্যসচিবের অবস্থান নিয়ে মুখ খুললেন অধীর
ডায়মন্ড হারবারের ভোটার বৃদ্ধি নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগ রাজ্যের রাজনৈতিক অঙ্গনকে আরও উসকে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদত্যাগের চ্যালেঞ্জে বিতর্ক নতুন মোড় নিয়েছে। এখন দেখার বিষয়, বিরোধীরা তাঁর এই আহ্বানে সাড়া দেয় কি না, আর নির্বাচন কমিশন ভোটার তালিকা ইস্যুতে কী পদক্ষেপ নেয়।