বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকেন অভিনেতা অভিনেত্রী সহ সিরিয়ালের দর্শকেরাও। কারণ সপ্তাহ জুড়ে কোন ধারাবাহিক কেমন ফল করল তা জানা যায় এদিনের টিআরপি (TRP) তালিকা থেকেই। আর প্রতি সপ্তাহেই কোনও না কোনও চমক থাকে টিআরপিতে।
ওলটপালট এবারের টিআরপি (TRP) তালিকা
গত সপ্তাহেই বাংলা সেরার তকমা হারিয়েছিল ‘পরশুরাম আজকের নায়ক’। এ সপ্তাহেও পুরনো জায়গায় ফিরতে পারেনি ধারাবাহিকটি। ৬.৭ নম্বর (TRP) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল। প্রথম স্থানে গতবারের মতোই জায়গা পেয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১।
দুর্দান্ত ফল স্টার জলসার: তিন নম্বরে বড়সড় চমক দিয়ে উঠে এসেছে ‘চিরসখা’। ইদানিং দুর্দান্ত গল্পের জেরে একটানা ভালো নম্বর (TRP) তুলছে এই সিরিয়ালটি। যে হারে চিরসখা এগোচ্ছে, তাতে প্রথম স্থানও ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। এ সপ্তাহে চিরসখা পেয়েছে ৬.৪।
আরও পড়ুন : চার মাসে আরও অধঃপতন, সংষ্কারের নামে ভাষণ সর্বস্ব ইউনূসের বিরুদ্ধে ফের পথে নামল বিক্ষুব্ধ ছাত্ররা
কে কোন স্থান পেল: চার নম্বরে রয়েছে জি বাংলার সবথেকে পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালটি (TRP) পেয়েছে ৬.৩ নম্বর। সেরা পাঁচে জগদ্ধাত্রীই একমাত্র জি বাংলার সিরিয়াল যা জায়গা পেয়েছে। এরপরেই পঞ্চম স্থানে ৬.০ নম্বর নিয়ে রয়েছে জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। ছয় নম্বরে একসঙ্গে জায়গা পেয়েছে ফুলকি এবং পরিণীতা। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৫.৯।
আরও পড়ুন : বেশি বৃষ্টিতেই লক্ষ্মী লাভ, জালে উঠল ২৭ কেজি রূপোলি শষ্য! কোথায় মিলল এত ইলিশ?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৭.১)
দ্বিতীয়- পরশুরাম (৬.৭)
তৃতীয়- চিরসখা (৬.৪)
চতুর্থ- জগদ্ধাত্রী (৬.৩)
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.০)
ষষ্ঠ- ফুলকি, পরিণীতা (৫.৯)
সপ্তম- চিরদিনই তুমি যে আমার, গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.৫)
অষ্টম- আমাদের দাদামণি (৫.০)
নবম- কথা (৪.৬)
দশম- কুসুম (৪.২)
এ সপ্তাহে জি বাংলার সিরিয়ালগুলির প্রাপ্ত নম্বর অবাক করেছে দর্শকদের। প্রথম পাঁচে একটি মাত্র ছাড়া জি এর আর কোনও ধারাবাহিকই জায়গা করতে পারেনি। স্টার জলসা কার্যত ছাপিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে। আগামী সপ্তাহে কত টিআরপি তুলতে পারে সিরিয়াল গুলি, সেটাই দেখার।