শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি! আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ? আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: তৈরী হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চলটি। এদিকে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই দুইয়ের জোড়া ফলায় ফের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) দুয়ারে দুর্যোগ। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ প্রায় সব জেলাই ভিজতে পারে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিবার, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিr পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: BJP ক্ষমতায় এলেই মাসে ৫০০০ টাকা করে ভাতা! বিধানসভা নির্বাচনের আগে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। আজ শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। যদিও ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি নেই। মাঝে দুদিন বিরতির পর রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে।

south bengal weather(36)

আরও পড়ুন: ‘উপস্থিতির হার ৪৯ শতাংশ, গুজব ছড়াবেন না’, সংসদে উপস্থিতির হার নিয়ে কল্যাণের প্রশ্নের জবাব দিলেন ইউসুফ

রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।