‘সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি সহ্য করবে না ভারত’, লালকেল্লা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর

Published on:

Published on:

Narendra Modi on 79th Independence Day says India will not tolerate any threat from Pakistan

বাংলা হান্ট ডেস্কঃ ৭৯তম স্বাধীনতা দিবসে রাজধানীর ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তেরঙ্গা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের পর সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় তাঁর বক্তব্য। প্রথম থেকেই সন্ত্রাসবাদ, পারমাণবিক হুমকি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি।

পারমাণবিক হুমকি বরদাস্ত করবে না ভারত, স্পষ্ট বার্তা মোদীর (Narendra Modi)

এদিন মোদীর (Narendra Modi) স্পষ্ট ঘোষণা”ভারত সিদ্ধান্ত নিয়েছে, কোনওভাবেই পারমাণবিক হুমকি বরদাস্ত করা হবে না, ব্ল্যাকমেলিংও নয়।” দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

সিন্ধু নদীর জল ইস্যুতে দৃঢ় অবস্থান

প্রধানমন্ত্রী (Narendra Modi) এদিন পাকিস্তানকে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন সিন্ধু নদীর জল নিয়ে। তিনি বলেন, “আমার জমি যখন তৃষ্ণার্ত, তখন শত্রুর মাটিতে সেচের জন্য সিন্ধুর জল ব্যবহার করা হচ্ছিল। এখন থেকে ভারত ও তার কৃষকদের অধিকারই প্রাধান্য পাবে।” রাজনৈতিক মহল এটিকে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জল নীতির সতর্কবার্তা হিসেবেই দেখছে।

এদিনের ভাষণে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী (Narendra Modi)। তিনি বলেন, “আমাদের সাহসী সেনারা শত্রুকে এমন শাস্তি দিয়েছে, যা তাদের কল্পনারও বাইরে।” দেশের সীমান্ত রক্ষায় তাঁদের আত্মত্যাগকে কুর্নিশ জানান তিনি।

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আধাসামরিক বাহিনী ও বিশেষ কমান্ডো মিলিয়ে ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী এবং ৩ হাজার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে।

Narendra Modi on 79th Independence Day says India will not tolerate any threat from Pakistan

আরও পড়ুনঃ আলিপুর চিড়িয়াখানায় ৩২১ প্রাণী ‘গায়েব’! তদন্তে সেন্ট্রাল জু অথরিটি, রিপোর্ট আসবে দু’সপ্তাহে

ভাষণের শেষ অংশে মোদী (Narendra Modi) বলেন, “স্বাধীনতা দিবসের এই উৎসব দেশের ঐক্যের অনুভূতিকে আরও শক্তিশালী করছে। মরুভূমি থেকে হিমালয়, সমুদ্রতট থেকে জনবহুল শহর ভারতের প্রতিটি ঘরে আজ তেরঙ্গা উড়ছে।”

লালকেল্লায় আসার আগে নিজের টুইটার (X) অ্যাকাউন্ট থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, “এই শুভক্ষণ সকলের জীবনে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি বয়ে আনুক, যা বিকশিত ভারতের নির্মাণে গতি দেবে।” এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সেনাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।