কমেছে যাত্রী সংখ্যা, বাসের আকার-আসন সংখ্যায় এবার আসছে বদল! জারি নয়া বিজ্ঞপ্তি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বহু সংখ্যক মানুষই এখনও নিত্য যাতায়াতের জন্য বাসের (Bus) উপরেই ভরসা করে থাকে। শহর থেকে শহরতলি বিভিন্ন রুটে বহু বাস চলাচল করে। কিন্তু অনেক রুটেই এখন যাত্রী সংখ্যার তারতম্য দেখা যাচ্ছে। বাস (Bus) মালিকরা লাগাতার ক্ষতির অভিযোগ করছেন। এমতাবস্থায় এবার নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহণ দফতর।

বাসের (Bus) ক্ষেত্রে এবার আসতে পারে বড় বদল

যাত্রী সংখ্যা অনুযায়ী এবার বাসের (Bus) আকার বদল করা যাবে। প্রয়োজন মতো বাসের আসন সংখ্যাও বাড়ানো বা কমানো যেতে পারে। বাস (Bus) মালিকদের অনেকের দাবি, করোনা কালের পর থেকেই বিভিন্ন রুটে যাত্রী কমেছে, অনেক ক্ষেত্রে আবার বেড়েওছে। এদিকে ভাড়ার কোনও তারতম্য হয়নি। যদিও জ্বালানির দাম বেড়েই চলেছে। এর জেরে কিছু কিছু রুটে বাস (Bus) চলাচল বন্ধও করে দেওয়া হয়েছে।

Bus size and seat numbers are going to change

কমানো বাড়ানো যাবে আকার: এই সমস্ত কারণেই বাসের (Bus) আকার এবং আসন সংখ্যা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন বাস মালিকদের একটা বড় অংশ। তারপরেই এই বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রী সংখ্যা মতো একই রুট পারমিটে বাসের (Bus) আসন সংখ্যা প্রয়োজনে বাড়ানো এবং কমানো যাবে। তেমনই দরকার মতো ছোট বা বড় বাস নামানো যাবে।

আরও পড়ুন : বনিবনা নেই বাবা ছেলের, বিখ্যাত ব্যবসায়ী পরিবারের জামাই হচ্ছেন অর্জুন! সচিনের হবু পুত্রবধূকে চেনেন?

বদল আসছে আসন সংখ্যাতেও: উল্লেখ্য, আগে কাঠের বাসের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল ৪০। বর্তমানে বাস গুলিতে (Bus) নূন্যতম আসন সংখ্যা রয়েছে ৩৮। তবে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তা বাড়ানো কমানো যাবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে বাসের (Bus) আসন সংখ্যা হবে নূন্যতম ২২ এবং সর্বোচ্চ ৫৫।

আরও পড়ুন : ২০০ শো হাউজফুল, বিক্রি ২০০০০ টিকিট! প্রথম দিনেই ২ কোটি ব্যবসার সম্ভাবনা ‘ধূমকেতু’র

এর পাশাপাশি বাসের আকারও প্রয়োজন মতো বদলানো যাবে। বাসের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা হতে হবে অন্ততপক্ষে ৬ ফুট। তবে বাসের আসন সংখ্যা ৩০ এর কম হলে ‘স্টেজ ক্যারেজ’ পারমিটের বদলে ‘স্পেশ্যাল স্টেজ ক্যারেজ’ পারমিট করাতে হবে।