টানা ১২ দিন ধরে চলবে পরীক্ষা, প্রকাশ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণিতে। বছরে দুবার করে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও (Higher Secondary Exam)। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রয়েছে তৃতীয় সেমিস্টার। মোট ১২ দিন ধরে চলবে পরীক্ষা। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা (Higher Secondary Exam), কতক্ষণ ধরেই বা চলবে পরীক্ষা, রইল সব তথ্য।

সেপ্টেম্বরে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) তৃতীয় সেমিস্টার

আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। শেষ হচ্ছে ২২ শে সেপ্টেম্বর। সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে বেলা ১১ টা ১৫ পর্যন্ত। মোট ১ ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা (Higher Secondary Exam) হবে। প্রকাশ্যে এসেছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন।

Higher secondary exam third semester routine out

কোনদিন কী পরীক্ষা থাকছে: ৮ তারিখ প্রথম ভাষার অর্থাৎ বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি ভাষার পরীক্ষা, ৯ তারিখ ভোকেশনাল বিষয় অর্থাৎ হেলথ কেয়ার, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, টুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেলিং, এগ্রিকালচার (এজিএলভি), পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং, টেলিকম, বিউটি অ্যান্ড ওয়েলনেস এবং ১০ তারিখ দ্বিতীয় ভাষার পরীক্ষা (Higher Secondary Exam) রয়েছে।

আরও পড়ুন : ২০০ শো হাউজফুল, বিক্রি ২০০০০ টিকিট! প্রথম দিনেই ২ কোটি ব্যবসার সম্ভাবনা ‘ধূমকেতু’র

দু সপ্তাহ ধরে চলবে পরীক্ষা: এরপর ১১ তারিখ রয়েছে অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা। ১২ তারিখ রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি এবং এডুকেশন পরীক্ষা, ১৩ তারিখ শনিবার থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পরিবেশ বিদ্যা, ভিজুয়াল আর্ট, মিউজিক বিষয়ের পরীক্ষা (Higher Secondary Exam)। এরপর রবিবার ছুটি।

আরও পড়ুন : কমেছে যাত্রী সংখ্যা, বাসের আকার-আসন সংখ্যায় এবার আসছে বদল! জারি নয়া বিজ্ঞপ্তি

১৫ তারিখ সোমবার থাকছে মনোবিজ্ঞান, রাশি বিজ্ঞান, ইতিহাস এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অ্যাডাল্টিং এর পরীক্ষা। ১৬ তারিখ থাকছে ভূগোল, রসায়ন, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ বিষয়ের পরীক্ষা। ১৮ তারিখ রয়েছে ফিলোজফি, ১৯ তারিখ থাকছে অঙ্ক, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, এগ্রিকালচার, পার্সিয়ান, আরবি, সংস্কৃত বিষয়ের পরীক্ষা। ২০ তারিখ শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি এবং ২২ তারিখ সোমবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা।