বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবার কেন্দ্রকে ঘিরে ভোটার সংখ্যা ও ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হলেও ওই কেন্দ্রে অন্তত ২ লাখ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)।
অনুরাগ ঠাকুরের অভিযোগ খারিজ করলেন কুনাল ঘোষ (Kunal Ghosh)
প্রসঙ্গত, বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা ও বজবজ মিলিয়ে ৩০১টি বুথে গত চার বছরে ভোটার সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে, এবং সব জায়গায় তৃণমূল জয় পেয়েছে। এই অভিযোগ সরাসরি খারিজ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে আগের ভোটার সংখ্যা ছিল ৪৭, বর্তমানে ৪১ জন রয়েছেন। অনুপস্থিত ৬ জনের মধ্যে ১ জন মারা গেছেন, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১ জন কর্মসূত্রে বাইরে আছেন।
কুণাল (Kunal Ghosh) আরও জানান, ডায়মন্ড হারবারে ভোটার সংখ্যা মাত্র ৪.৭০ শতাংশ বেড়েছে এবং ফলতার ১৪৪ নম্বর বুথে ৪.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “যদি ভোটাররা বৈধ হন, সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়তে পারে। অনুরাগ ঠাকুর হয় জানেন না, নয়তো মিথ্যে বলছেন।”
তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্য্যের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। দল স্পষ্ট বার্তা দিয়েছে, ভুয়ো ভোটার নিয়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া যাবে না। তৃণমূলের বক্তব্য, দেশের গণতন্ত্রের মান রক্ষার জন্য এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সঠিক তথ্য থাকা জরুরি।
আরও পড়ুনঃ অপেক্ষার ২০৩৫ সাল! দেশের প্রতিটি কোণ হবে নিরাপদ, ‘সুদর্শন চক্র’ নিয়ে বড় ঘোষণা মোদীর
প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল-বিজেপির এই বিতর্ক ও তার মধ্যে কুনাল ঘোষের মন্তব্য (Kunal Ghosh) রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করেছে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের আগে ভোটার সংখ্যা নিয়ে এই ধরনের অভিযোগ দলের ইমেজ ও প্রচারণা কৌশলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।