ভিড় ঠেলে লাইনে দাঁড়াতে হবে না আর, মেট্রোতেও এবার রিচার্জেবল কার্ড! কবে থেকে মিলবে সুবিধা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পরিবহণ ব্যবস্থা যাতে আরও সহজ, আরও আরামদায়ক হয়ে ওঠে, তার জন্য এবার বড় উদ্যোগ নিতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে বেসরকারি বিপণি সংস্থার লোগো সহ মেট্রো কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার। সেখানেই এক বড় ঘোষণা করেন তিনি।

কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আসছে বড় সুবিধা

এবার থেকে আর মেট্রোর (Kolkata Metro) কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। যাত্রীদের সুবিধার জন্য চালু হচ্ছে নতুন রিচার্জেবল কার্ড, যা একবার সফরের জন্যও ব্যবহার করা যাবে। এদিন তিনি বলেন, বর্তমানে ব্যবস্থা এত আধুনিক, এত উন্নত হয়েছে। সেখানে একটি টিকিটের জন্য মানুষ কেন দাঁড়িয়ে থাকবে এতক্ষণ ধরে?

Kolkata Metro to introduce new rechargeable card

আনা হবে রিচার্জেবল কার্ড: এরপরেই তিনি জানান, দৈনিক মেট্রো (Kolkata Metro) সফরের জন্য রিচার্জেবল কার্ড আনার কথা ভাবা হচ্ছে। জানা যাচ্ছে, একবার সফরের জন্যও এই কার্ড রিচার্জ করা যাবে। এই সুবিধা আগে ছিল না মেট্রোয় (Kolkata Metro)। আপাতত ১০ টাকার পরিকল্পনা রাখা হচ্ছে বলে খবর। কীভাবে কাজ করবে এই রিচার্জেবল কার্ড?

আরও পড়ুন : টানা ১২ দিন ধরে চলবে পরীক্ষা, প্রকাশ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিন

কীভাবে ব্যবহার করতে হবে: মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, কোনও যাত্রী মেট্রোয় ওঠার সময় অনলাইনে এই কার্ড রিচার্জ করতে হবে। তাতেই নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন নির্ঝঞ্ঝাটে। টিকিট কাউন্টারে ভিড় এড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, ১০ টাকা দিয়ে একটি রিচার্জেবল কার্ড কেনা হলে ৬ মাস পর্যন্ত থাকবে মেয়াদ।

আরও পড়ুন : সাতেপাঁচে থাকেন না, সেই অরিজিতের বিরুদ্ধেই থানায় দায়ের অভিযোগ! কী করেছেন ‘গেরুয়া’ গায়ক?

উল্লেখ্য, ইতিমধ্যেই কিউআর কোড, টিকিট ভেন্ডিং মেশিনের মতো সুবিধা আনা হয়েছে মেট্রোতে। কিন্তু তবুও ব্যস্ত সময়ে টিকিটের লাইনে ভিড় বাড়ে অযথা। তাই এবার এই বড় উদ্যোগ আনা হচ্ছে মেট্রোর তরফে। এতে যাত্রীরা লাভবান হবে বলেই আশাবাদী চেয়ারম্যান।