“আপনার খেলা পরে হবে আগে SIR-এর খেলাটা সামলান”, স্বাধীনতা দিবসে ঘাটাল থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Challenges Mamata Over SIR and Infiltration Issues

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে শুরু হতে চলা SIR প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের SIR-এর খেলাটা আগে সামলান, তারপর খেলা হবে খেলা হবে করবেন।”

অনুপ্রবেশ নিয়ে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)

এদিন ঘাটালের মনসুকায় প্লাবিত এলাকায় গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) কেন্দ্র ও রাজ্যের ভূমিকা তুলনা করে নানান মন্তব্য করেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর অনুপ্রবেশ বিরোধী বার্তার সঙ্গে সুর মিলিয়ে এদিন শুভেন্দু অভিযোগ করেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা রাজ্যে এসে জমি নিচ্ছে।”

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, “ভারতে সংবিধানই শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় না। সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে।” এদিন শুভেন্দু ভোটার তালিকা থেকে মৃত, ডুপ্লিকেট ও অস্তিত্বহীন নামের পাশাপাশি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের মত অনুপ্রবেশকারীদের নামও বাদ দেওয়ার কথা বলেন।

বন্যা ও মাস্টারপ্ল্যান নিয়ে আক্রমণ রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)

প্রতি বছরের বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য এদিন রাজ্য সরকারকে দায়ী করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও এলাকার সাংসদ দেব দু’জনকেই কটাক্ষ করেন তিনি। এদিন শুভেন্দু রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে। দেবকে আক্রমণ করে এদিন তিনি বলেন, “দুবাইতে যা করেছে, সব তথ্য আমার কাছে আছে, পরে সব বলব।”

Suvendu Adhikari Challenges Mamata Over SIR and Infiltration Issues

আরও পড়ুনঃ কোথায় গেল বুথের পুরনো রেকর্ড? বাংলায় স্থগিত রাখা হল SIR, কি বলছে কমিশন?

স্বাধীনতা দিবসের দিন ঘাটাল থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই তীব্র আক্রমণ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, পুরো রাজ্য রাজনীতির সরগরম করেছে। SIR প্রক্রিয়া, অনুপ্রবেশ, বন্যা ও মাস্টারপ্ল্যান, সব ইস্যুকে একসঙ্গে সামনে এনে বিরোধী দলনেতা কার্যত ২০২৬ সালের নির্বাচনী লড়াইয়ের আগাম সুর বেঁধেছেন এদিন। এখন দেখার, এই চ্যালেঞ্জের জবাব কীভাবে দেয় শাসক শিবির।