‘বাংলার কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে’, ‘দ্য বেঙ্গল ফাইল’ ট্রেলার লঞ্চ বাতিল হতেই ক্ষোভে ফেটে পড়লেন সৌমিত্র খাঁ

Published on:

Published on:

Soumitra Khan slams Mamata after The Bengal File trailer launch cancelled in Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় বহু আগে থেকেই বুকিং করা সত্ত্বেও শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল ‘দ্য বেঙ্গল ফাইল’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। অভিযোগ, কলকাতা পুলিশ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

বাকস্বাধীনতার উপর আঘাত বলে দাবি সৌমিত্র খাঁ-এর (Soumitra Khan)

সৌমিত্র খাঁ (Soumitra Khan) ফেসবুকে লিখেছেন, “এটা শুধুই একটি অনুষ্ঠান বাতিল নয়। এটা বাকস্বাধীনতার উপর আঘাত, গণতন্ত্রের উপর আঘাত, বাংলার কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ গোটা কলকাতাকে নিজের জমিদারি ভেবে চালাচ্ছেন।” তিনি আরও অভিযোগ করেন, সনাতনী অনুভূতি এবং জাতীয়তাবাদী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সৌমিত্র খাঁ (Soumitra Khan) লিখেছেন, “আমি এই লজ্জাজনক ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করছি। বাংলা এই স্বৈরাচারের কাছে মাথা নত করবে না।” তাঁর বক্তব্য, ‘দ্য বেঙ্গল ফাইল’-এর ট্রেলার লঞ্চ বাতিল করা শুধুই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অবমাননা নয়, এটি গোটা বাংলার কণ্ঠরোধের চেষ্টা।

Soumitra Khan slams Mamata after The Bengal File trailer launch cancelled in Kolkata

আরও পড়ুনঃ ট্রেলার লঞ্চেই বাধা, ‘তোলাবাজি’র অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর, রাজ্যে আদৌ মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা। বিজেপি নেতৃত্বের (Soumitra Khan) দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করছে। যদিও শাসকদল এই ঘটনার কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি। তবে শাসকদল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

The trailer launch of The Bengal File in Kolkata’s ITC, booked well in advance, was forcefully cancelled under the…

Posted by Saumitra khan on Saturday, August 16, 2025