বাংলাহান্ট ডেস্ক : নুসরত জাহান (Nusrat Jahan) এবং ট্রোল যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু ছবি শেয়ার করলেই কার্যত রে রে করে তেড়ে আসেন নেট নাগরিকদের একাংশ। বিশেষ করে কোনও ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানালেও রোষের মুখে পড়তে হয় অভিনেত্রী সাংসদকে। আজ জন্মাষ্টমীর শুভ দিনে পুজোর ছবি শেয়ার করতেই ফের তীর্যক মন্তব্যের শিকার হলেন তিনি।
জন্মাষ্টমীর ছবি শেয়ার করতেই ট্রোলড নুসরত (Nusrat Jahan)
হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব পালন করতে দেখা যায় নুসরতকে (Nusrat Jahan)। এদিন নিজের বাড়িতে জন্মাষ্টমীর পুজোর ছবি শেয়ার করেন তিনি। হালকা বেগুনি রঙের শাড়ি, কানে বড় দুল, খোঁপায় ফুলের মালা, সিঁথিতে সিঁদুরও দেখা গেল নুসরতের (Nusrat Jahan)। পেছনে পুজোর সাজসরঞ্জাম, কপালে পুজোর তিলক কেটে ক্যামেরাবন্দি হন তিনি। ছবিগুলি শেয়ার করে নুসরত লিখেছেন, ‘শুভ জন্মাষ্টমী’।
উড়ে এসেছে পরপর কটাক্ষ: ছবিগুলি শেয়ার করতেই মৌলবাদীদের একাংশের রোষানলে পড়েছেন নুসরত (Nusrat Jahan)। একজন প্রশ্ন করেছেন, ‘তুমি না মুসলিম?’ আরেকজন কটাক্ষ করেছেন, ‘এত ঘটা করে তো ইদ পালন করতে দেখি না’। একজন রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘মুসলিম জাতির নামে কলঙ্ক আপনি’! একদিকে যখন মৌলবাদীদের কটাক্ষে জেরবার হচ্ছেন নুসরত (Nusrat Jahan), অন্যদিকে তিনি পাশে পেলেন হিন্দু ধর্মাবলম্বীদের।
আরও পড়ুন : ডিমের ডালনা তো অনেক খেয়েছেন, এই রেসিপিতে রাঁধুন মোচার ডালনা, আমিষও হবে ফেল
পাশে পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের: একজন প্রশংসা করে লিখেছেন, ‘তুমি যেন একেবারে রাধার রূপ, ভক্তি, সৌন্দর্য আর মাধুর্যে ভরা’। কয়েকজন অবশ্য কটাক্ষ করেছেন, জন্মাষ্টমীর দিন ঠাকুরকে না দেখিয়ে নিজেকে দেখাচ্ছেন! আবার একজন তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ঠাকুরকে পেছনে রেখে বসতে নেই’।
আরও পড়ুন : মারাত্মক আকার নিচ্ছে স্থূলতা, রোজকার জীবনে এই ছোট্ট বদলেই সুস্থ থাকা সম্ভব, সহজ টিপস দিলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, নুসরতকে (Nusrat Jahan) বরাবরই বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসব পালন করতে দেখা গিয়েছে। রথযাত্রায় অংশ গ্রহণ করা থেকে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজাতেও দেখা গিয়েছে তাঁকে। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার পর যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে সিঁথিতে সিঁদুর ছোঁয়াতেও দেখা যায় নুসরতকে। কোনও নেতিবাচকতাকেই বিশেষ পাত্তা দেননি তিনি।