পুজোর আগেই বাজার আলো করে ধরা পড়ল ৩০০ টন ইলিশ! ১ কেজির মাছেরও দাম কমে অর্ধেক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবছর প্রথম থেকেই আবহাওয়ার খামখেয়ালি ভাব দেখা গিয়েছে। তার প্রভাব পড়েছে ইলিশের (Hilsa Fish) বাজারেও। মৎস্যজীবীরা বারবার অভিযোগ করেছেন, আবহাওয়া খারাপ থাকার জেরে এবারে অনিয়মিত ভাবে এসেছে ইলিশ। সম্প্রতি আবারও খারাপ আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে উপকূলে ফিরেছে ট্রলারগুলি। তবে সঙ্গে নিয়ে এসেছে বিপুল পরিমাণে ইলিশ (Hilsa Fish)।

বিপুল পরিমাণ ইলিশ (Hilsa Fish) নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা

সূত্রের খবর, গত কয়েকদিনে প্রায় ৩০০ টন ইলিশ (Hilsa Fish) নিয়ে উপকূলে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলারগুলি। মূলত এই ইলশেগুঁড়ি বৃষ্টিভেজা আবহাওয়াতেই জালে ধরা পড়েছে এত মাছ। জানা যাচ্ছে, মাছগুলি আকার এবং ওজনেও বেশ বড়সড়। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, যে ইলিশগুলি (Hilsa Fish) ধরা পড়েছে অধিকাংশের ওজনই প্রায় ৫০০ গ্রাম থেকে এক কেজির মধ্যে।

A big amount of hilsa fish caught by fishermen

দাম কমার আশা: মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত ইলিশের (Hilsa Fish) মরশুমে মোট ৪০০০ টন মাছ ধরা পড়েছে। মৎস্যজীবীদের তরফে জানানো হয়েছে, গত চার বছরে জালে এত বিপুল মাছের ঝাঁক দেখা যায়নি। প্রচুর পরিমাণে মাছ ওঠায় দামও প্রায় অর্ধেক বলে জানা যাচ্ছে। ফলত ক্রেতা এবং বিক্রেতা দুজনের মুখেই চওড়া হাসি ফুটেছে।

আরও পড়ুন : মারাত্মক আকার নিচ্ছে স্থূলতা, রোজকার জীবনে এই ছোট্ট বদলেই সুস্থ থাকা সম্ভব, সহজ টিপস দিলেন প্রধানমন্ত্রী

পুজোর সময় পাতে পড়বে ইলিশ: আগামীতে ফের আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কবার্তা পেয়েই তড়িঘড়ি উপকূলে ফিরে এসেছেন মৎস্যজীবীরা। নয়তো আরও মাছ জালে উঠত বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবীরা জানান, এই রকম হারে যদি ইলিশ (Hilsa Fish) ধরা পড়ে তাহলে পুজোর আগেই বাজারে দাম অনেকটা কমবে।

আরও পড়ুন : ‘মুসলিম জাতির কলঙ্ক’! জন্মাষ্টমীর ছবি পোস্ট করতেই মৌলবাদীদের রোষের মুখে নুসরত, পাশে পেলেন হিন্দুদের

বর্ষার মরশুমে কমবেশি প্রতিটি বাঙালিই ইলিশের খোঁজ করে। তবে ‘অভিজাত’ মাছের দাম চড়া থাকায় অনেকেই কুলিয়ে উঠতে পারেন না। তবে এবার প্রচুর মাছ বেশি ওঠায় দাম কমবে বলে আশা করা যাচ্ছে।