ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 17th August 2025

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ বেশ রোদ ঝলমলে। মাসখানেক ধরে টানা বৃষ্টির পরিস্থিতি কাটিয়ে অবশেষে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখন সেভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ প্রায় পরিষ্কারই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বর্ধমান, সব জেলায়ই বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এই সব জেলায় দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

যে সব জেলায় বৃষ্টি হবে, সেখানেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দমকা হাওয়ার ফলে মাঠে কাজ করা বা খোলা জায়গায় অবস্থানকারীদের জন্য বিপদের আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রতিদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জল জমে যাওয়া, যান চলাচলে সমস্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

South Bengal Weather Update 17th August 2025

আরও পড়ুনঃ পুজোর আগেই বাজার আলো করে ধরা পড়ল ৩০০ টন ইলিশ! ১ কেজির মাছেরও দাম কমে অর্ধেক

সার্বিকভাবে বলা যায়, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় বৃষ্টির প্রভাব তেমন নেই। শুধুমাত্র নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রঝড় ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রায় শুষ্কই থাকবে। তাই আজকের দিনটি দক্ষিণবঙ্গবাসীর জন্য অনেকটাই স্বস্তিদায়ক হতে চলেছে।