‘আলোচনার মাধ্যমেই তৈরি হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা’, বিরোধী দলের অভিযোগ খারিজ করে স্পষ্ট দাবি কমিশনের

Published on:

Published on:

Election Commission rejects delay allegations on voter list

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সরগরম দেশের রাজনীতি। বিরোধীদের দাবি, ভুয়ো ভোটার যুক্ত করে শাসকদল বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই শনিবার নির্বাচন কমিশন (Election Commission) কড়া সুরে জানাল, অভিযোগ তোলার নির্দিষ্ট সময় আছে, পরে আওয়াজ তোলা অর্থহীন।

১০ দফা বিবৃতিতে স্পষ্ট বার্তা কমিশনের (Election Commission)

শনিবার ১০ দফা বিবৃতিতে নির্বাচন কমিশন (Election Commission) স্পষ্ট করে জানিয়েছে যে, ভোটার তালিকা তৈরির প্রতিটি ধাপই স্বচ্ছ এবং বহুস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। খসড়া তালিকা ডিজিটাল ও ভৌত, দুইভাবেই রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়, এমনকি তা কমিশনের ওয়েবসাইটেও প্রকাশিত হয়। কমিশনের (Election Commission) দাবি, নির্দিষ্ট সময়ে আপত্তি তোলা হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার ভুল সংশোধন করতে পারতেন।

কমিশনের (Election Commission) অভিযোগ, খসড়া তালিকা পর্যালোচনার সময়ে রাজনৈতিক দল ও বুথ স্তরের এজেন্টরা কার্যত নিষ্ক্রিয় ছিলেন। তাঁরা সময়মতো আপত্তি না জানিয়ে এখন অভিযোগ তুলছেন, যা বিভ্রান্তি ছড়ানোর সমান। কমিশনের বক্তব্য, প্রতিটি পর্যায়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, তাই এখন অভিযোগ করার কোনও যুক্তি নেই।

‘বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ভোটার তালিকায় কারচুপি’, অভিযোগ রাহুল গান্ধীর

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বৃহৎ আকারে ভোটার তালিকায় কারচুপি হয়েছে। তাঁর দাবি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে। বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার থাকার অভিযোগও করেন তিনি। সেই আসনেই বিজেপি ৩২ হাজারের বেশি ভোটে জিতেছে বলে অভিযোগ তাঁর।

 

আরও পড়ুনঃ রাজ্যপাল-রাষ্ট্রপতির ক্ষমতায় কি আদালত হস্তক্ষেপ করতে পারে? তীব্র আপত্তি জানিয়ে কেন্দ্র বলল….

প্রসঙ্গত, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও নানান মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। কমিশন (Election Commission) দাবি করছে প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, অপরদিকে বিরোধীরা অভিযোগ করছে, শাসকদলকে সুবিধা দিতেই অনিয়ম হয়েছে। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই ভোটার তালিকা বিতর্ক এখন দেশের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠছে।