বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প (Amader Para Amader Samadhan) নিয়ে বিজেপি নেতার মন্তব্যে ফের বাড়ল রাজনৈতিক উত্তেজনা। এই প্রকল্প নিয়ে বিজেপির এক পঞ্চায়েত প্রধান প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসা করে। কর্যতই এই প্রশংসা বিজেপি দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।
বিজেপি নেতার গলায় ‘পাড়া সমাধান’ প্রকল্পের (Amader Para Amader Samadhan) প্রশংসা
প্রসঙ্গত, কনিয়াড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সমীর বিশ্বাস বুধবার করঙ্গ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত শিবিরে স্পষ্টভাবে বলেন, ‘রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই ভালো কাজ।’ তিনি আরও বলেন যে, ‘যেটা ভালো সেটা ভালো বলব। যেটা খারাপ সেটা খারাপ বলব। আগে কোন সরকার এমন কাজ করেনি।’
সমীর বিশ্বাসের প্রশংসা বিজেপি শিবিরে তোলপাড় সৃষ্টি করেছে। বনগাঁও জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানান, ‘বিজেপি পঞ্চায়েত প্রধান কোন পরিস্থিতিতে বলেছেন আমার জানা নেই। আমি বিষয়টা খতিয়ে দেখছি।’ জেলা নেতৃত্বও স্পষ্টভাবে কিছুটা অস্বস্তিতে পড়েছেন বলে খবর সূত্রের।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষ ও প্রশংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বনগাঁও জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপিতে নিশ্চিত কিছু ভালো মানুষ আছে। তাদের মধ্যে সমীর একজন। ও বুঝতে পেরেছে বাংলার প্রতি বঞ্চনা বাঙালি হিসেবে প্রতিবাদ করা উচিত। অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।’
আরও পড়ুনঃ ১২ বছরের বিজেপি সফর শেষ, তৃণমূলে যোগ দিয়েই সঙ্ঘমিত্রার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল
উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প (Amader Para Amader Samadhan) ইতিমধ্যেই মানুষের মধ্যে ভালো সাড়া পেয়েছে। সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি বিরোধী দলের জনপ্রতিনিধিরাও প্রকল্পের ইতিবাচক দিক উপেক্ষা করতে পারছেন না। ফলে রাজনৈতিক মঞ্চে এই উদ্যোগ ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।