বাজেট ফ্রেন্ডলি পাহাড় ভ্রমনের ড্রিম ডেস্টিনেশন! কোথায় কোথায় ঘুরবেন? জানুন এখনই

Published on:

Published on:

Travel you can visit these hilly places on a small budget

বাংলা হান্ট ডেস্ক: হাতে আর কয়েকটা দিন। এরপরই পুজো, ইতিমধ্যে অনেকেই ঘুরতে যাওয়ার (Travel) প্লান করছেন। কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে দিপুদা’র কথা। এই দিকে অনেকবার গেছেন আপনি দিঘা, পুরী, দার্জিলিং। এবার বরং একটু অন্য জায়গা যাওয়ার প্লান করুন। আর এখানে ঘুরতে গেলে আপনি বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল তেমনি কিছু ঘুরতে যাওয়ার জায়গা।

ঘুরতে যাবেন! হাতে বেশি টাকা না থাকলেও মিস করবেন না এই অপূর্ব ট্রাভেল প্লেসগুলো (Travel)

সামনেই পুজো, অল্প কয়েকদিন এই শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ঘুরতে যেতে চাইছেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আপনি অল্প খরচে বন্ধু বান্ধব হোক বা পরিবার। সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন এই পাহাড়ি জায়গাগুলো (Travel) থেকে।

Travel you can visit these hilly places on a small budget

আরও পড়ুন: পুজোর আগে কড়া ডায়েট নয়,শুধু ব্ল্যাক কফিতে মিশিয়ে খান এই জিনিসগুলো, মিলবে অবাক করা ফল

চারখোল: উত্তরবঙ্গের অফবিট জায়গা চারখোল। কালিম্পং থেকে কিছুটা দূরে গেলে এটি পড়ে। এখানে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছের থেকে দেখতে পাবেন। এছাড়াও এইখানে আপনি কমলালেবু ও এলাচ চাষের বাগান দেখবেন। পাশাপাশি এখানে সকাল হবে পাখির ডাকে। আর রাতে পাহাড়ের গায়ে টিমটিম করা জোনাকি পোকার মতো বাড়ির আলো আপনার মন ভালো করতে বাধ্য। তবে এখানে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো।

পাবং: উত্তরবঙ্গের অন্যতম জায়গা পাবং। চারখোল থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনকে আলাদা তৃপ্তি দেয়। এছাড়াও এখানের হোমস্টে বসে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। পাশাপাশি দু তিন দিন অনায়াসে এখানে কাটিয়ে ফেলতে পারবেন।

ইয়কসাম: পশ্চিম সিকিমের ঐতিহ্য শহর ইয়কসাম। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র পাঁচ ছয় ঘণ্টা পথ পেরোলে পৌঁছে যাবেন ইয়কসাম। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একেবারে উপযুক্ত জায়গা এটি। শহরের মধ্যে অবস্থিত হলেও এখানে এখনো শান্তি বিরাজমান।

নামচি: ভূপৃষ্ট থেকে ৪৪০০ ফুট সিকিমের দক্ষিণে নামচি অবস্থিত। নামচিত থেকে আপনি বহু জায়গায় ঘুরতে যেতে পারবেন। এছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ি দৃশ্য আপনার মন ভালো করবেই। পুজোর কটা দিন ভিড়ের থেকে একটু আলাদা থাকতে হলে এখানে আপনি ঘুরতে আসতে পারেন।