বাংলা হান্ট ডেস্ক: স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। আন্তর্জাতিক বাজারে শুল্ক সম্পর্কিত অনিশ্চয়তা সত্ত্বেও গত এক সপ্তাহে সোনার দাম (Gold Price) বেশ অনেকটাই কমেছে। এর ফলে সত্যের নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। পাশাপাশি হাঁফ ছেড়ে বেঁচেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সূত্রের খবর, গত এক সপ্তাহে ২৪ ক্যাডেট সোনার দাম কমেছে ১৮৬০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) কমেছে প্রায় ১৭০০ টাকা। আজ বাজারে সোনার দাম কত তার নিচে আলোচনা করা হল।
সপ্তাহের শেষ বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)
কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। শুধুমাত্র গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। দেখুন আজকের সোনার দাম। দেখুন আজ শহরে কত দাম চলছে সোনার।
আরও পড়ুন: পুজোর আগে কড়া ডায়েট নয়,শুধু ব্ল্যাক কফিতে মিশিয়ে খান এই জিনিসগুলো, মিলবে অবাক করা ফল
ভারতের মধ্যে এখন রাজধানীতে সোনার দাম সবথেকে বেশি। সেখানে ২৪ ক্যারেট (Karat) সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,০১,৩৩০ টাকা। ১ ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯২,৯০০ টাকা। এছাড়াও কলকাতা, বোম্বে, চেন্নাই এর মতন মহানগর গুলিতে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গুন্ডি পার করেছে। পাশাপাশি ২২ ক্যারেট সোনার এক ভরিতে দাম পড়ছে প্রায় ৯২৭৫০ টাকা। অপরদিকে লখনউ, চণ্ডিগড়, জয়পুরে ২৪ ক্যারেট সোনার দাম ১,০১,৩৩০ টাকা। ২২ ক্যারেট (Karat) সোনার দাম পড়ছে ৯২, ৯০০ টাকা।
তবে সূত্রের খবর, রবিবার থেকে সপ্তাহান্তে সোনার দাম গতকাল অর্থাৎ শনিবারের দাম ধরেই চলবে। জন্মাষ্টমীর দিন বাজারে সোনার দাম কলকাতায় সস্তা ছিল। কলকাতায় গতকাল ১ গ্ৰাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছিল ৯৯৩২ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰামের দাম ছিল ৯৪৩৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, এই সময় যদি আপনি সোনা কেনেন তাহলে কিছুটা হলেও পকেটে চাপ কম পড়বে আপনার।
তাছাড়া, সোনা কেনার সময় সবসময় ক্যারেট (Karat) দেখে কিনতে হয়। কারণ, ২৪ ক্যারেট সোনার দাম যেমন বেশী থাকে। তেমনি ২৪ ক্যারেট সোনায় খাদ কম থাকে। এছাড়াও সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।