বাংলাহান্ট ডেস্ক : দুর্ব্যবহার করেছেন দেহরক্ষীরা। এই অভিযোগে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বিরুদ্ধে থানায় গিয়েছিলেন বীরভূমের শিল্পী। গায়কের শুটিংয়ের জন্য তাঁকে হেনস্থা করার অভিযোগ এনেছিলেন তিনি। এবার এই ঘটনায় এল নয়া মোড়। থানায় গিয়ে অভিযোগকারীর কাছে ক্ষমা চেয়ে নিলেন অরিজিতের (Arijit Singh) দেহরক্ষীরা।
বড় পদক্ষেপ অরিজিতের (Arijit Singh) দেহরক্ষীদের
জানা গিয়েছে, থানায় গিয়ে অরিজিতের (Arijit Singh) দেহরক্ষীরা ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ব্যক্তিগত ভাবে দুঃখও প্রকাশ করেছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য তেমন আশ্বাসও দিয়েছেন তাঁরা। অন্যদিকে গায়কের শুটিং টিমের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুটিং চলার সময়ে আর সাধারণ মানুষের সমস্যা যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।
কী অভিযোগ উঠেছিল: অরিজিতের (Arijit Singh) বিরুদ্ধে শারীরিক হেনস্থা করার অভিযোগ করেছিলেন বোলপুর নিবাসী কমলাকান্ত লাহা। গত ১৩ অগাস্ট শান্তিনিকেতনের তালতোর এলাকায় গায়কের শুটিং চলাকালীন বাইক নিয়ে নিজের কাজে কোপাইয়ের দিকে যাচ্ছিলেন কমলাকান্ত। মাঝে তাঁর পথ আটকায় অরিজিতের দেহরক্ষীরা।
আরও পড়ুন : ইউনূসের ঘোষণায় হুড়োহুড়ি, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চালের দাম বাড়ছে ভারতে!
থানায় হল মিটমাট: তিনি অভিযোগ করেন, শুটিং চলছে বলে তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেছিলেন অরিজিতের (Arijit Singh) দেহরক্ষীরা। কিন্তু পাঁচ মিনিট পরেও না ছাড়ায় তিনি দেহরক্ষীদের তাঁকে যেতে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর কর্মস্থলে যেতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলায় তিনি জোর করে এগোতে যান। তখনই তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি শান্তিনিকেতন থানার গাড়িতেও নাকি তুলে দেওয়া হচ্ছিল তাঁকে।
এরপরেই পুলিশের দ্বারস্থ হন কমলাকান্ত। তিনি এও অভিযোগ করেন, ধস্তাধস্তিতে তাঁর ৪০ হাজার টাকার সোনার আংটি খোওয়া গিয়েছে। যদিও সেই আংটি পড়ে গিয়েছে নাকি অরিজিতের দেহরক্ষীরাই তা নিয়ে নিয়েছেন তা নিয়ে চলছে তদন্ত। তবে আপাতত অরিজিতের দেহরক্ষীরা ক্ষমা চাওয়ায় বিষয়টি মিটেছে।