বাংলা হান্ট ডেস্কঃ একটি সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ কে কেন্দ্র করে সরগরম কলকাতা রাজনৈতিক মহল। এই সিনেমার প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিতর্কের স্রোত বইতে শুরু করেছে রাজ্যের শাসক শিবিরে। সূত্রের খবর, সিনেমাটিকে তৃণমূলের বেশ কিছু নেতা ইতিমধ্যেই সমর্থন করেননি, এবং এই সিনেমা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। সম্প্রতি এই সিনেমার বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বিভেদ তৈরি করছেন বিবেক অগ্নিহোত্রী, অভিযোগ কুণালের (Kunal Ghosh)
এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বিবেক অগ্নিহোত্রী নাটক করছেন। উনি যেগুলো তৈরি করেন সেগুলি মানুষে-মানুষে বিভেদ তৈরি করে।” এরপর কুণাল ঘোষ প্রশ্ন তোলেন “গুজরাট ফাইলস, ইউপি ফাইলস, মণিপুর ফাইলস কেন হয়নি?” তিনি আরও বলেন, “একে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বের করে দেওয়া উচিত। এটি গণতান্ত্রিক রাজ্য, আর সত্যজিত রায়ের বাংলায় প্ররোচনামূলক, বিভেদ ছড়ানো লজ্জাজনক।”
সৌরভ দাসের রাজনৈতিক অবস্থান নিয়েও উঠল প্রশ্ন
এর আগে একুশের নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। তবে পরবর্তীতে দলের একাংশ নেতা জানাতে থাকেন, সৌরভের সঙ্গে আর তৃণমূলের আর কোনও যোগ নেই। একুশের মঞ্চেও দেখা যায়নি তাঁকে। তখন থেকেই প্রশ্ন উঠছিল, ‘দ্য বেঙ্গল ফাইলসে’ অভিনয় করার জন্য কি তাঁকে আলাদা করা হয়েছে?
প্রসঙ্গত, শনিবার বাইপাসের ধারে একটি নামজাদা হোটেলে সিনেমার ট্রেলার লঞ্চের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন বাধা দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, “মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।” তবে তৃণমূলের দাবি, সবই পেমেন্ট সংক্রান্ত বিষয়।
আরও পড়ুনঃ সরকারি আধিকারিকদের অপমান, ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আওয়াজ তুললেন শুভেন্দু অধিকারী
উল্লেখ্য, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে বিতর্ক এখন চরমে পৌঁছেছে। কুনাল ঘোষ (Kunal Ghosh) সহ আরও অন্যান্য রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট যে, সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটেও যথেষ্ট সংবেদনশীল। শনিবারে ট্রেলার লঞ্চের ঘটনার পর এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে ট্রেলার লঞ্চেই এত বিতর্ক, সেখানে আগামী দিনে এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে কিনা এখন সেটাই দেখার।