পার্লার নয়, ডিমের খোসার ফেসপ্যাকে ফিরে আসবে ত্বকের উজ্জ্বলতা, জানুন ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Skin Care before Puja Use this part of egg get glowing skin

বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। এই সময় সকলেই চায় নিজেকে সুন্দর দেখাতে (Skin Care)। এই সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা হয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। যদিও এই প্রোডাক্ট গুলো মেখে আশানুরূপ ফল পাওয়া যায় না। পাশাপাশি ত্বকের বারোটা বাজে। তবে আপনারা জানলে অবাক হবেন, বাড়িতে থাকা এমন একটি উপকরণ আছে যার ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলে আপনি কয়েকদিনই পাবেন গ্লোয়িং স্কিন।

অল্প খরচে ঘরোয়া টোটকা, ডিমের খোসার ফেসপ্যাক মাখলেই ঝলমল করবে ত্বক ( Skin Care)

ডিম খেতে সকলেই ভালঝবাসে। তবে ডিমের খোসার জায়গা হয় ডাস্টবিনে। কিন্তু অনেকেই জানেননা এই খোসার উপকার কতটা। একদিকে এই খোসা জমিয়ে মাটিতে দিলে যেমন মাটি উর্বর হয়। তেমনি এই খোসার গুড়ো মুখে মাখলে ত্বকের (Face) উজ্জ্বলতা (Skin Care) ফিরে আসবে নিমেষেই। কিন্তু এবার প্রশ্ন থাকতেই পারে! কীভাবে এটি বানাবেন। রইল তার প্রনালী।

উপকরণ:

ডিমের খোসার টুকরো, ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ, গোলাপ জল, তুলো

Skin Care before Puja Use this part of egg get glowing skin

আরও পড়ুন: বাজেট ফ্রেন্ডলি পাহাড় ভ্রমনের ড্রিম ডেস্টিনেশন! কোথায় কোথায় ঘুরবেন? জানুন এখনই

কীভাবে বানাবেন?

প্রথমে ডিমটি ভেঙে নিন। এরপর ডিমের সাদা অংশটি আলাদা করে তুলে রাখুন। তারপর হামাল দেস্তা দিয়ে ডিমের খোসাটি ভালোভাবে গুঁড়ো করে নিন। এর মধ্যে আপনি দু তিন ফোঁটা গোলাপ জল মিশিয়ে গুড়ো করতে পারেন। তারপর ডিমের সাদা অংশটি ভালো করে ফেটিয়ে তুলিয়ে নিন। ততক্ষণ অব্দি ফোলাবেন যতক্ষণ না তুলতুলে ফোলা ফোলা হয়ে ওঠে। এরপর ডিমের গুঁড়োর মধ্যে ওই তুলতুলে ফোলা মিশ্রণটি দিন। এরপর তার মধ্যে মধু ও কয়েক ফোঁটা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি (Face Pack) করুন। তারপর মিশ্রনটি মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তারপরই পান ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন।

[Disclaimer: আপনার যদি আগের থেকে ত্বকের কোন সমস্যা থাকে, তাহলে প্রথমে হাতে অল্প করে ব্যবহার করে দেখবেন। তারপর মুখে ব্যবহার করবেন।]