বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের দলের মধ্যেই গুরুত্ব হারাচ্ছেন বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর মতে, দেশজুড়েই মোদীর জনপ্রিয়তা কমছে এবং বিজেপি সাংসদরাও আর আগের মতো প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রভাবিত হচ্ছেন না।
প্রধানমন্ত্রীর কথা তার দলেই আর গুরুত্ব পাচ্ছে না বলে দাবি অভিষেকের (Abhishek Banerjee)
দিন কয়েক আগে দিল্লিতে নতুন পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অভিষেক (Abhishek Banerjee) বলেন, “প্রধানমন্ত্রীর কথা এখন তাঁর দলেই তেমন কোনও গুরুত্ব পাচ্ছে না। বিজেপি সাংসদরাও তেমন প্রভাবিত হচ্ছেন না। বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে এত কথা বললেন। কিন্তু তার কোনও প্রভাব পড়লো না গোটা দেশে। এমনকী, এনডিএ সাংসদরাও প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কোনও আলোচনা করলেন না।”
তৃণমূলের লোকসভার দলনেতা আরও বলেন যে, দলে এবং শাসক শিবিরে প্রধানমন্ত্রীর গুরুত্ব কমায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে উত্তরসূরি বাছাইয়ে সমস্যা হচ্ছে। অভিষেকের বক্তব্য অনুযায়ী, সংঘ পরিবারের সঙ্গে মোদী-অমিত শাহর সমস্যা নতুন নয়। তাঁর কথায়, RSS বিজেপির কথা শুনতে চাইছে না বলেই বিজেপির পক্ষে নতুন সভাপতি বাছাইয়ের কাজ কঠিন হয়ে পড়ছে।
RSS প্রধান মোহন ভাগবত রাজনৈতিক অবসরের বয়সসীমা ৭৫ বছরের কথা উল্লেখ করেছেন। সেই প্রসঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) প্রশ্ন, “প্রধানমন্ত্রীরও তো ৭৫ হচ্ছে। উনি কি নিজের পদ ছাড়বেন, নাকি RSS-এর নীতির তোয়াক্কা না করে জোর করে পদ আঁকড়ে রাখবেন?” অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূল নেতার মন্তব্যকে কটাক্ষ করে বলেন, “রাজনীতিতে নিজেই যিনি নাবালক, তাঁকে বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে জ্ঞান দিতে হবে না। উনি আপাতত ডায়মন্ডহারবার নিয়ে থাকুন।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই মন্তব্যে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। একদিকে মোদীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে অভিষেকের আক্রমণ, অন্যদিকে বিজেপি পাল্টা রাজনীতিতে অভিষেককে অভিজ্ঞতার কথা তুলে যে বিদ্রুপ শুরু হয়েছে তাতে বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনীতি আরও গরম হবে বলে মনে করছে রাজনীতিবিদরা।