বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ব্যবহার করে অনলাইন ব্যবহার করছেন। এরফলে একদিকে যেমন সুবিধা হচ্ছে। অপরদিকে অনলাইনে টাকা লেনদেনের কারণে চাপ পড়ছে সার্ভারে। যার ফলে লেনদেনের ক্ষেত্রে দেখা যায় বিভ্রাট। যার ফলে দেখা যায় নিরাপত্তাজনিত সমস্যা। তাই NPCI এবার UPI ব্যবস্থায় আনছে একাধিক নিয়মের পরিবর্তন। যা আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে (UPI Rules)।
অক্টোবর বদলে যাচ্ছে UPI লেনদেনের নিয়মকানুন (UPI Rules)
পরের মাস থেকে আসছে অনলাইন পেমেন্টের আরও কিছু বদল আসছে। ১ অক্টোবর থেকে কিছু লেনদেন করা যাবে না ফোনপে বা গুগলপে-র মতন পেমেন্ট অ্যাপে। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাই নতুন মাস শুরুর আগেই জেনে নিন এই বিষয়ে।
আরও পড়ুন: মাছ বা মাংসের নয়, এবার বানান ভিন্ন স্বাদের কোফতা, খেয়ে আঙুল চাটবে সকলে, জানুন রেসিপি
১) আগে ইউপিআই (UPI) এর মাধ্যমে কারো কাছে টাকা পেলে তার কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠানো যেত। নতুন নিয়মের পর থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না।
২) ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তরফ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
৩) আগামী ১ অক্টোবর থেকে এনপিসিআই এর নির্দেশে এই সুবিধা বন্ধ করা হয়েছে পিয়ার টুপি আর লেনদেনের ক্ষেত্রে।
৪) যদিও বর্তমান এক ইউপিআই ব্যক্তির প্রতি লেনদেন অন্য ব্যক্তির কাছে সর্বোচ্চ ২০০০ টাকা সংগ্রহ করতে পারেন।
৫) এ কালেক্ট ফিচারস টি মূলত তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের জন্য। যাতে তারা তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে টাকা পাওয়ার থাকলে আলাদা মেসেজ না পাঠিয়ে তাদেরকে রিমাইন্ডার পাঠাতে পারেন।
৬) এই নতুন আপডেটে ইউপিআইতে (UPI) একজন ব্যক্তি সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।