উত্তপ্ত ভাঙ্গর! ‘খেলা হবে’ দিবসে শিক্ষককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Published on:

Published on:

Trinamool Congress Leader Accused of Assaulting Teacher in Bhangar

বাংলা হান্ট ডেস্কঃ ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ভাঙ্গরে ফুটবল খেলা আর সেখান থেকে শুরু হয় তুমুল রাজনৈতিক অশান্তি। সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার বিরুদ্ধে শিক্ষককে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করেছেন।

মাঠের বাইরে শিক্ষককে কিল-চর তৃণমূল (Trinamool Congress) নেতার

প্রসঙ্গত, শনিবার ভাঙড়-২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে কারবালা ফুটবল ময়দানে আয়োজিত হয় ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিডিও, বিধায়ক-সহ প্রশাসনের কর্তারা। ফাইনাল ম্যাচে ভগবান হাইস্কুল এবং হাতিসালা সরোজিনী হাইমাদ্রাসার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, সেই সময়েই মাঠের বাইরে শিক্ষক নাসিরুদ্দিনকে কিল-চড় মারেন তৃণমূল (Trinamool Congress) নেতা খয়রুল ইসলাম।

অভিযুক্ত শিক্ষক নাসিরুদ্দিন উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, “মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম কিছু বহিরাগতকে নিয়ে আমাদের উপরে চড়াও হন এবং মারধর করেন। আরও তিন শিক্ষককে মারধর করা হয়।” ঘটনাস্থলে ছাত্ররাও বিক্ষোভে সামিল হয়।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল (Trinamool Congress) নেতা খয়রুল ইসলাম বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। একটা সম্প্রীতির ম্যাচ, তা নিয়ে রাজনীতি করছেন একজন মাস্টারমশাই। চড়, কিল মারার প্রশ্নই নেই।” তাঁর দাবি, খেলার মাঠে প্রশাসন উপস্থিত থাকলেও কোনও বিশৃঙ্খলা হয়নি। তবে মাঠের বাইরে যা ঘটেছে, তাতে তাঁর বা তাঁর দলের কোনও ভূমিকা নেই।

Trinamool Congress Leader Accused of Assaulting Teacher in Bhangar

আরও পড়ুনঃ “নিজের দলেই গুরুত্ব হারাচ্ছেন মোদী”, নেতৃত্ব সংকট নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য অভিষেকের, পাল্টা শমীক বললেন…

প্রসঙ্গত, একই দিনে মেদিনীপুরে ‘খেলা হবে’ দিবসের ফুটবল ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগে পুরসভার চেয়ারম্যানের ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। এখন ভাঙড়ে তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনার তদন্ত কোন পথে এগোয়, তা নিয়ে বাড়ছে জল্পনা।