রণক্ষেত্র খানাকুল! তৃণমূল বিজেপি সংঘর্ষে কেঁপে উঠল হুগলী, ১২ ঘন্টা বন্‌ধের ডাক বিজেপির

Updated on:

Updated on:

TMC vs BJP Clash Turns Hooghly’s Khanakul into Battleground

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির খানাকুলে রবিবার সকালে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র সংঘর্ষের (TMC vs BJP) জেরে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। তৃণমূলের মিছিলে ইটবৃষ্টির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি পাল্টা অভিযোগে দাবি করে তাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। এদিন সংঘর্ষের জেরে আহত হন এক পুলিশ কর্মীও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তৃণমূলের মিছিলে বিজেপি কর্মীদের ইট বৃষ্টি (TMC vs BJP)

স্থানীয় সূত্রে খবর, পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস বাইক মিছিলের আয়োজন করে। অভিযোগ, সেই মিছিলে ইট ছোড়ে বিজেপি কর্মীরা। এর পর থেকেই শুরু হয় দুই পক্ষের মধ্যে লাঠিচার্জ ও ইটবৃষ্টি। পুলিশের উপস্থিতিতেও চলতে থাকে ধুন্ধুমার পরিস্থিতি (TMC vs BJP)।

প্রসঙ্গত, এই ঘটনায় তৃণমূল নেতা স্বপন নন্দী অভিযোগ করে বলেন, “আমাদের দলের একটা বাইক মিছিল ছিল। সেই মিছিলে বিজেপি লোকজন ইট ছোড়ে। আমাদের লোকেদের মারধর করা হয়। আসলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই তারা এখন বুঝতে পারছেন না কী করবে।” অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ দাবি করেন, “নতিবপুর-২ এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মিছিল থেকেই জোর করে কার্যালয়ে ঢোকার চেষ্টা হয়।”

এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান, “আজ সকালে একটি মিছিল ছিল তৃণমূলের। সেই মিছিলে ইট ছোড়া হয়। তাতেই দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। বেশ কয়েকজন আহতও হয়েছেন। একজন পুলিশ কর্মীও আহত। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” অন্যদিকে এ দিনের ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার খানাকুল বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি।

TMC vs BJP Clash Turns Hooghly’s Khanakul into Battleground

আরও পড়ুনঃ উত্তপ্ত ভাঙ্গর! ‘খেলা হবে’ দিবসে শিক্ষককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উল্লেখ্য, খানাকুলে রবিবারের সংঘর্ষের ঘটনায় ফের প্রকাশ্যে এল তৃণমূল বনাম বিজেপির (TMC vs BJP) রাজনৈতিক দ্বন্দ্ব। দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট প্রশাসন।